World EV Day 2022: ইলেকট্রিক গাড়ি মালিকদের চিন্তা কমিয়ে ভারতের 60টি শহরে ইভি চার্জার ইন্সটল করল জার্মান সংস্থা

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ডে বা বৈদ্যুতিক যানবাহন দিবস। দূষণ কমাতে আগামী দিনে ব্যাটারি চালিত গাড়ির যে প্রধান ভরসা, তা মনে করিয়ে দিচ্ছেন…

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ডে বা বৈদ্যুতিক যানবাহন দিবস। দূষণ কমাতে আগামী দিনে ব্যাটারি চালিত গাড়ির যে প্রধান ভরসা, তা মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ড ইভি ডে উপলক্ষ্যে বড়সড় ঘোষণা এল জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি (Audi)-র ভারতীয় শাখার তরফে৷ এদিন অডি ইন্ডিয়া জানিয়েছে যে, তারা দেশের ৬০টি শহরে ১০০টির বেশি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার চার্জার ইন্সটল করেছে ।

সেগুলি অডির নিজস্ব ডিলারশিপ এবং SAVWIPL (Skoda Auto Volkswagen India Pvt Ltd) এর হাইওয়ে সংলগ্ন ডিলারশিপগুলিতে বসানো হয়েছে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মতো দেশে চিরাচরিত জীবাশ্ব জ্বালানি পরিচালিত গাড়িগুলির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ির ব্যবহর বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত চার্জার বা চার্জিং স্টেশনের। সেই কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে অডি ইন্ডিয়া।

সংস্থার দাবি, তাদের প্রতিটি ডিলারশিপের ২২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন চার্জার বসানো রয়েছে। আবার ভারতে অডির ১৬টি ডিলারপে ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার উপলব্ধ – অডি কলকাতা, অডি আমেদাবাদ, অডি বেঙ্গালুরু সেন্ট্রাল, অডি ভুবনেশ্বর, অডি চেন্নাই, অডি দক্ষিণ দিল্লি, অডি গোয়া, অডি গুরুগ্রাম, অডি কারনাল, অডি লুধিয়ানা, অডি দক্ষিণ মুম্বাই,অডি সুরাট, অডি পুনে, অডি পশ্চিম দিল্লী, অডি গুয়াহাটি এবং অডি জয়পুর।

অডির ভারতীয় শাখার প্রধানবলবীর সিং ধীলন বলেন, “আগামীতে অচিরাচরিত শক্তি উৎসর প্রচলন ও বৈদ্যুতিক গাড়ির ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সঠিক রোড ম্যাপ আমরা তৈরি করে ফেলেছি। ইতিমধ্যেই দেশের ১০০টি জায়গায় সাফল্যের সঙ্গে চার্জার বসানোর কাজ আমরা সম্পন্ন করেছি। অদূর ভবিষ্যতে এর সংখ্যা বাড়ানো হবে যাতে Audi e-tron ও অন্যান্য ব্যাটারি চালিত গাড়ির মালিকরা সুবিধা প্রাপ্ত হয়। ব্যাটারি চালিত গাড়িই আমাদের ভবিষ্যৎ আর অডি ইন্ডিয়া তার জন্য প্রস্তুত”।

বর্তমানে অডি ইন্ডিয়া পাঁচটি বিলাসবহুল বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রি করে থাকে। এগুলি হল- Audi e-tron 50, Audi e-tron55, Audi e-tron Sportback 55, Audi e-tron GT এবং Audi RS e-tron GT। সংস্থার বক্তব্য, এই পাঁচটি গাড়িই বিভিন্ন ধরনের লাক্সারি বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের কথা ভেবে তৈরি। এছাড়াও গ্রাহকদের তাদের এই বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষিত করতে আফটার সেল সার্ভিস, চার্জিং-সহ একগুচ্ছ পরিষেবা প্রদান করছে তারা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন