Youtube in Car: গাড়ির ইনফোটেনমেন্টে চলবে ইউটিউব, একঘেয়েমি কাটাতে বিনোদনের নতুন দিগন্ত

সময়ের রথে সওয়ার হয়ে যুগ যুগ ধরে নানা যুগান্তকারী আবিষ্কার করে চলেছে মানবজাতি। কম্পিউটার যেমন এই দুনিয়াকে করে তুলেছে দ্রুতগামী, আর আজ সেই গতিবেগ আরও…

সময়ের রথে সওয়ার হয়ে যুগ যুগ ধরে নানা যুগান্তকারী আবিষ্কার করে চলেছে মানবজাতি। কম্পিউটার যেমন এই দুনিয়াকে করে তুলেছে দ্রুতগামী, আর আজ সেই গতিবেগ আরও কয়েক কদম বাড়িয়ে দিতে এসে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কয়েক বছর আগেও গাড়ি বলতে কেবলমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবেই মনে করা হতো। আজ কিন্তু গাড়ির সংজ্ঞা বদলেছে। বর্তমান দিনের গাড়িকে বিনোদন ও আরামের মাধ্যম হিসাবে তুলে ধরতে বিন্দুমাত্র কার্পণ্য করতে নারাজ নির্মাতারা। যাত্রাপথে বিনোদন ছড়িয়ে দিতে ছোট স্ক্রিনের ইনফোটেনমেন্ট সিস্টেম আজ বাড়তে বাড়তে কোথাও ১২ ইঞ্চির স্ক্রিনে গিয়ে দাঁড়িয়েছে। এবার জার্মান সংস্থা অডি (Audi)-র দৌলতে ইনফোটেনমেন্ট সিস্টেমে যুক্ত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব (Youtube)।

Audi গাড়িতে ইউটিউব ভিডিও দেখার ব্যবস্থা আনছে

এতদিন পর্যন্ত গাড়ির স্ক্রিনে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, গুগল ম্যাপ, গানের ট্র্যাক কিংবা পার্কিং ক্যামেরার ছবি এই সমস্ত কিছু দেখতে পাওয়া গেলেও ইউটিউব চালানোর ক্ষেত্রে থার্ড পার্টি সফটওয়্যারের উপর ভরসা করতে হত। আসলে গাড়ি চালানোর সময় চালকের মনোসংযোগে যাতে ব্যাঘাত না ঘটে সেই ভাবনা থেকেই ইউটিউবের পক্ষপাতী ছিল না সংস্থারা। যদিও এবার সেই পথেই হাঁটছে অডি।

বেশ কিছু মডেলের জন্য অ্যাপ স্টোর লঞ্চ করছে অডি। যার সাহায্যে ইউটিউব ইন্সটল করে সরাসরি গাড়িতে স্ট্রিমিং করার সুবিধা মিলবে। এই মুহূর্তে A4, A5, A6, A7, A8, Q5, Q8 e-tron এবং e-tron GT এর 2024 ভার্সনে থাকছে ইউটিউব অ্যাপে ভিডিয়ো দেখার সুবিধা। ফলে গাড়িতে বসেই ইন্টারনেটের দৌলতে এক্কেবারে ফোনের মতো নিজের ইচ্ছা খুশি ভিডিও চালানোর স্বাধীনতা থাকবে এবার থেকে। আবার ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে কোনোরকম বিজ্ঞাপন ছাড়াই একটানা ভিডিও দেখা যাবে। যদিও সুরক্ষার বিষয়টিতে আলাদাভাবে নজর দিয়েছে তারা। এই সুবিধা কেবলমাত্র গাড়িটি পার্কিং গিয়ারে রাখা অবস্থাতেই উপলব্ধ হবে। অর্থাৎ গাড়ি চালু হলেই কিন্তু ইউটিউব বন্ধ।

বিনোদনের নতুন দিগন্ত উন্মোচনে প্রথম নাম হিসেবে ইউটিউব যুক্ত হলেও খুব শীঘ্রই স্পটিফাই(Spotify) এবং টিকটক (Tiktok) এর মত জনপ্রিয় অ্যাপ মিলবে গাড়িতে। সূত্রের দাবি, ভোক্সওয়াগেন গোষ্ঠীর অন্যান্য গাড়িতেও খুব তাড়াতাড়ি এমন ফিচার উপলব্ধ হবে। একটি বড় অংশের গ্রাহক এই জাতীয় বিনোদনমূলক পরিষেবায় নিঃসন্দেহে যে খুশি হবে, তা হলফ করে বলা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন