গাড়ির পর এবার দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক লঞ্চ করল Audi, দাম 7.69 লক্ষ টাকা
আধুনিকতার তালে তাল মিলিয়ে মানুষের মধ্যে কমপরিশ্রম সাপেক্ষ মোটরসাইকেল বা স্কুটারের প্রতি ঝোঁক বাড়ছে বটে। তবে কসরতপ্রেমী...আধুনিকতার তালে তাল মিলিয়ে মানুষের মধ্যে কমপরিশ্রম সাপেক্ষ মোটরসাইকেল বা স্কুটারের প্রতি ঝোঁক বাড়ছে বটে। তবে কসরতপ্রেমী রাইডারের সংখ্যাও নেহাত কম নেই। যারা দু’চাকায় ভর করে পাহাড়ি পথের সাথে খেলা করতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমন অ্যাডভেঞ্চারপ্রেমী ব্যক্তিদের কথা বিবেচনা করে বিখ্যাত অটোমোবাইল সংস্থা অডি (Audi) লঞ্চ করল একটি ইলেকট্রিক মাউন্টেন বাইক। যার প্রসঙ্গে জার্মান সংস্থাটির বক্তব্য, এটি হল অডির ইলেকট্রিক যানবাহন আনার পরবর্তী পদক্ষেপ।
Audi Electric Mountain Bike ফিচার্স
এই ইলেকট্রিক বাইকটিতে উপস্থিত ব্যাটারির নির্মাণ করেছে ইতালির ফ্যানটিক মোটরস (Fantic Motors)। জার্মান সংস্থা সূত্রে খবর, বাইসাইকেলটি সংস্থার RS Q e-tron থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। যেটি ‘২০২২ ডাকার র্যালি’ প্রতিযোগিতার চারটি পর্যায় সফলতার সাথে পার করেছিল।
অডি ইলেকট্রিক মাউন্টেন বাইকে উপস্থিত ফ্যানটিকে তৈরি একটি ৭২০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা একটি Bros S-Mag ৩৬ ভোল্ট ২৫০ ওয়াট ইলেকট্রিক মোটরকে এগিয়ে চলার শক্তি জোগায়। এর আউটপুট ৯০ এনএম টর্ক।
Audi Electric Mountain Bike রাইডিং মোড
ইলেকট্রিক বাইসাইকেলটিতে উপস্থিত চারটি সাইক্লিং মোড – বুষ্ট, ইকো, স্পোর্ট এবং ট্যুর। যাদের মধ্যে বুষ্ট মোড থেকে পাহাড়ি রাস্তায় সর্বোচ্চ শক্তি উৎপাদিত হবে। যেখানে ইকো মোডে মিলবে সর্বাধিক রেঞ্জ। অন্যদিকে স্পোর্ট মোডটি দেওয়া হয়েছে যাতে স্পোর্ট সাইক্লিংয়ে সুবিধা হয়। এটি 'L', 'M' ও 'S' – এই তিন সাইজে উপলব্ধ। বাজারে দাম রাখা হয়েছে ৮,৯০০ ইউরো বা প্রায় ৭.৬৯ লক্ষ টাকা থেকে শুরু। এটি ভারতে লঞ্চ হবে কিনা, তা জানা যায়নি।
Audi Electric Mountain Bike লঞ্চ প্রসঙ্গে সংস্থার বক্তব্য
এই প্রসঙ্গে অডির ডিরেক্টর এই ই-মাউন্টেন বাইকের প্রসঙ্গে বলেছেন, “দুই সংস্থার যৌথভাবে তৈরি মাউন্টেন বাইকটি হচ্ছে আমাদের বৈদ্যুতিক যানবাহন সম্প্রসারণের একটি তাৎপর্যপূর্ণ নিদর্শন। এটি ক্রেতাদের রাইডিংয়ের অভিজ্ঞতা যে কতগুণ বৃদ্ধি করবে, তা তাদের কল্পনারও অতীত।”