Bajaj এর সঙ্গে জোট বেঁধে ইলেকট্রিক স্কুটার আনছে এই সংস্থা, চালাতে হেলমেট-লাইসেন্স লাগবে না

ইলেকট্রিক টু-হুইলার ভাড়ায় খাটানো সংস্থা ইয়ুলু (Yulu) সম্প্রতি একজোড়া উন্নত মানের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে –...
SUMAN 6 March 2023 12:56 PM IST

ইলেকট্রিক টু-হুইলার ভাড়ায় খাটানো সংস্থা ইয়ুলু (Yulu) সম্প্রতি একজোড়া উন্নত মানের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে – Miracle GR ও Dex GR। যা তৈরি হয়েছে Bajaj Auto-র কারখানায়। বাজাজের মালিকানাধীন সংস্থাটি আপাতত রেন্টাল মডেলে কাজ করলেও আগামীতে খোলা বাজারে ই-স্কুটার বিক্রির চিন্তাভাবনা করছে।

Yulu-র টু-হুইলার ভাড়া নেবেন কীভাবে

ইয়ুলু হচ্ছে একটি মোবিলিটি প্ল্যাটফর্ম কোম্পানি, যারা যাত্রীদের টু-হুইলার ভাড়া নিয়ে চালানোর সুযোগ দেয়। তবে ইচ্ছে হলেই এই মডেলগুলি কেনা যায় না। আবার এই পরিবেশবান্ধব বাহনগুলি চালানোর জন্য চালকের লাইসেন্স বা হেলমেটের প্রয়োজন পড়ে না। এগুলি চালানোর জন্য মোবাইলে Yulu অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে বুক করতে হয়। এরপর ইয়ুলু-র স্টেশন থেকে কিউআর কোড স্ক্যান করে ই-স্কুটার ব্যবহার করা যায়।

Yulu ব্যক্তিগত ব্যবহারের জন্য ইলেকট্রিক টু-হুইলার আনবে

তবে ইয়ুলুর ইলেকট্রিক বাইক ভাড়া নিয়ে চালিয়ে দেখার পর যদি কেনার সাধ জাগে, খুব শীঘ্রই তা পূরণ করা যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ভাড়ায় খাটানোর পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্যও ইলেকট্রিক স্কুটার বাজারে আনবে তারা। এর আগেই সংস্থাটি জানিয়েছিল, ডেলিভারি ক্ষেত্রে তাদের ইলেকট্রিক বাইক দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য যাতে সুবিধা পাওয়া যায়, সেই ব্যবস্থা চালু হয়েছে।

সংস্থাটি বলেছে, বর্তমানে তাদের ঝুলিতে ১৫,০০০টি টু-হুইলার রয়েছে । এবছর মার্চের মধ্যে এই সংখ্যাটি ২৭,০০০-এ পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে ইয়ুলু। বলা হয়েছে, প্রতি মাসে ৭,০০০-৮,০০০ নতুন মডেল মোতায়েন করা হবে। বর্তমানে ভারতের তিনটি শহরে পরিষেবা প্রদান (বেঙ্গালুরু, মুম্বাই এবং দিল্লি) করলেও খুব শীঘ্রই সেই তালিকায় হায়দ্রাবাদের নাম যোগ হতে চলেছে। এছাড়াও এ বছরের মধ্যে আরও একাধিক শহরে পরিষেবার ক্ষেত্র সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেছে ইয়ুলু।

Yulu Miracle GR ও Dex GR স্পেসিফিকেশন

Miracle GR হল সাধারণভাবে চলাচলের উপযুক্ত মডেল। যেখানে Dex GR পুরোপুরি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের মডেল। উভয় স্কুটারে রয়েছে ১ কিলোওয়াট সোয়াপেবেল ব্যাটারি প্যাক, যা থেকে ফুল চার্জে ৫৫-৬০ কিমি রেঞ্জ পাওয়া যায়। উভয় স্কুটার এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে।

Show Full Article
Next Story