Pulsar-এর হাত ধরে বাজিমাত, জনপ্রিয়তা ফিরে পাচ্ছে Bajaj, বিক্রি বাড়ল 42 শতাংশ

বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে, ভারতে যানবাহনের বাজারে বাজাজ অটো (Bajaj Auto) একটি অতি প্রসিদ্ধ সংস্থা। স্পেয়ার পার্টস...
SUMAN 1 March 2024 7:50 PM IST

বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে, ভারতে যানবাহনের বাজারে বাজাজ অটো (Bajaj Auto) একটি অতি প্রসিদ্ধ সংস্থা। স্পেয়ার পার্টস সস্তার কারণে টু হুইলার হোক বা থ্রি হুইলার, সব ক্ষেত্রেই এদের রমরমা বাজার। মার্চ শুরু হতেই ফেব্রুয়ারিতে তাদের যানবাহন বেচাকেনার পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গেছে আগের মাসে তারা মোট ৩,৪৬,৬৬২ ইউনিট ভেহিকেল বিক্রি করতে পেরেছে। তুলনাস্বরূপ ২০২৩-এর ফেব্রুয়ারিতে বিক্রিবাটার পরিমাণ ছিল ২,৮০,২২৬ ইউনিট।

২০২৪-এর ফেব্রুয়ারিতে টু হুইলার সেগমেন্টেও বিক্রি বেড়েছে বাজাজের। আগের মাসে এ দেশের বাজারে মোট ১,৭০,৫২৭ জন ক্রেতার হাতে টু হুইলারের চাবি তুলে দিয়েছে সংস্থা। যেখানে এক বছর আগে ওই সময়ে বিক্রির পরিমাণ ছিল ১,২০,৩৩৫ ইউনিট। ফলে এবারে বেচাকেনা অগ্রগতি ঘটেছে ৪২ শতাংশ। Pulsar N ও NS সিরিজের প্রতিটি মডেলে আপডেট দেওয়ার প্রভাবেই বিক্রি বেড়েছে বলে মনে করা হচ্ছে।

গত মাসে ভারতের বাজারে সব মিলিয়ে ২,০৬,৮৯৪টি যানবাহন বেচতে পেরেছে বাজাজ। ১ বছর আগে যার পরিমাণ ছিল ১,৫৩,২৯১ ইউনিট। ফলে এক্ষেত্রেও বেচাকেনায় ৩৫% আধিক্য প্রত্যক্ষ করা গেছে। আবার রপ্তানিতেও আশার আলো দেখেছে বাজাজ।

২০২৪-এর দ্বিতীয় মাসে বাজাজ আন্তর্জাতিক বাজারে মোট ১,৩৯,৭৬৮ ইউনিট যানবাহন সরবরাহ করেছে। তুলনাস্বরূপ, ২০২৩ এর ফেব্রুয়ারিতে তাদের রপ্তানিকৃত যানবাহনের পরিমাণ ছিল ১,২৬,৯৩৫ ইউনিট। ফলে এক্ষেত্রে উত্থানের পরিমাণ ১০%। অন্যদিকে, এক বছর আগে ৩২,৯৫৬ ইউনিট বাণিজ্যিক গাড়ি বিক্রির পর গত মাসে তা ১০% বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৬,৩৬৭ ইউনিট।

Show Full Article
Next Story