ইংল্যান্ডে বাইক লঞ্চ করতে চলেছে Bajaj, ভারত থেকে লন্ডনে প্রথম মডেল আসবে জুনে

দেশের গণ্ডি পেরিয়ে এবার ইংল্যান্ডে মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে বাজাজ অটো (Bajaj Auto)। ব্রিটিশ বাইক নির্মাতা Triumph এর সঙ্গে হাত মিলিয়ে নতুন বাইক তৈরি করছে…

দেশের গণ্ডি পেরিয়ে এবার ইংল্যান্ডে মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে বাজাজ অটো (Bajaj Auto)। ব্রিটিশ বাইক নির্মাতা Triumph এর সঙ্গে হাত মিলিয়ে নতুন বাইক তৈরি করছে বাজাজ। আর সেই বাইকটি প্রথম আত্মপ্রকাশ ঘটবে হবে ইংল্যান্ডের মাটিতেই। বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। বাজাজ ট্রায়াম্ফ জুটির প্রথম মডেলটি আগামী ২৭শে জুন লঞ্চ হবে বলে নিশ্চিত করেছেন তিনি। গত ২০১৭ সালেই ট্রায়াম্ফ এর সাথে হাত মিলিয়েছিল বাজাজ অটো।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব বাজাজ বলেন, “প্রকৃতপক্ষে জুনের শেষের দিকেই অর্থাৎ ২৭ শে জুন, মঙ্গলবার লন্ডনে লঞ্চ করা হবে বাইকটি। গ্লোবাল লঞ্চের দায়িত্বে সামলাচ্ছে ট্রায়াম্ফ। তাই এই অনুষ্ঠানের সঠিক পরিকল্পনা সম্পর্কে আমি একদমই ওয়াকিবহাল নই। কেবলমাত্র ওই সময়ে লঞ্চ হবে এটুকুই বলতে পারি।”

নতুন মোটরসাইকেলটির ফিচার এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে বাজাজ। তবে ভারতে সেটির টেস্টিং করার যে সব ছবি সামনে এসেছে তা দেখে মোটরসাইকেল বিশেষজ্ঞদের দাবি, মিডলওয়েট অ্যাডভেঞ্চার বাইক হতে চলেছে এটি। যার সাধারণ শহরাঞ্চলের রাস্তায় চলার পাশাপাশি অফ রোডেও চলার ক্ষমতা থাকবে।

প্রসঙ্গত, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা বিগত কয়েক বছর ধরে বাজাজের কাছে গাড়ি এক্সপোর্টের বড় মার্কেট হয়ে উঠছে। তাই এবার ট্রায়াম্ফ এর মত আইকনিক বাইক নির্মাতার সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের টু হুইলারের জগতে নিজেদের জমি শক্ত করতে চাইছে বাজাজ। এছাড়াও, আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যাও বৃদ্ধি করতে যথেষ্ট তৎপর। ইতিমধ্যেই চেতক (Chetak) ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে তারা। এই ব্র্যান্ডের নাম ব্যবহার করে আরও বেশ কয়েকটি ব্যাটারি মডেল আনার পরিকল্পনা রয়েছে তাদের।

বৈদ্যুতিক টু-হুইলার মডেলগুলি একদিকে যেমন অসাধারণ ডিজাইনের অধিকারী হবে তেমনই পকেট সাশ্রয়ী মূল্যেও কিনতে পাওয়া যাবে।শহরাঞ্চলের যে সমস্ত বাসিন্দারা পরিবেশ বান্ধব পদ্ধতিতে যাতায়াত করতে ইচ্ছুক তাদের কথা ভেবেই লঞ্চ করা হবে এগুলি। উপরন্তু যাত্রী পরিবহন ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও বৈদ্যুতিক অটো লঞ্চের সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে বাজাজ।