ইলেকট্রিক স্কুটারের নতুন কারখানার উদ্বোধন করল Bajaj Auto, এক-দু'বছরের মধ্যে নতুন মডেল লঞ্চ
২০২০-তে বাজাজ অটো (Bajaj Auto) Chetak ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। আজ সংস্থাটি পুণের আকুর্দি’তে সেই চেতক টেকনোলজি...২০২০-তে বাজাজ অটো (Bajaj Auto) Chetak ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। আজ সংস্থাটি পুণের আকুর্দি’তে সেই চেতক টেকনোলজি ব্র্যান্ডের আওতায় একটি নতুন বৈদ্যুতিক দু'চাকা গাড়ি কারখানার উদ্বোধন করল। এই কারখানায় মোট ৭৫০ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন। যার মধ্যে চেতক টেকনোলজি ৩০০ কোটি এবং বাকি ৪৫০ কোটি তাদের অন্যান্য সহকারী সংস্থাগুলি একযোগে লগ্নি করবে বলে জানা গেছে।
সূত্রের খবর, ১১.৩ একর জমির ওপর গড়ে ওঠা কারখানায় ব্যবহৃত যন্ত্রাংশগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। এখানে বছরে পাঁচ লক্ষ বৈদ্যুতিক স্কুটার তৈরি হবে। স্কুটারের ৯০% যন্ত্রাংশ স্থানীয় প্রস্তুতকারকদের থেকে নেওয়া হবে। যার মধ্যে ৫৫টি নির্মাণকারী সংস্থা বাজাজ চেতকের আকুর্দির নতুন কারখানার ২৫ কিলোমিটারের মধ্যেই অবস্থিত। ফলে যন্ত্রাংশ আমদানি করতে যোগাযোগ ব্যবস্থায় কোনো বেগ পেতে হবে না বাজাজ-কে। সাথে পরিবহনের খরচ কমবে।
এদিকে আগামী এক দু’বছরের মধ্যে চেতক ব্যান্ডের আওতায় নতুন ইলেকট্রিক টু-হুইলার হাজির করার পরিকল্পনা করছে সংস্থা। বাজাজের গবেষণা এবং উন্নয়ন দল একটি অত্যাধুনিক এবং মোটরসাইকেল তৈরিতেও উপযোগী, এমন প্ল্যাটফর্মের উপর কাজ করছে। এই প্রসঙ্গে চেতক টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান রাজিব বাজাজ বলেন, “চেতক হল আসলেই ‘মেক ইন ইন্ডিয়া’ সুপারস্টার। যা সমগ্র বিশ্বের ক্রেতাদের হৃদয় জিতে নিয়েছে।” উদ্বোধনের সময় তিনি নিশ্চিত করেছেন, এই কারখানায় কেবলমাত্র বৈদ্যুতিক যানবাহনই তৈরি হবে, কোনো আইসিই টু-হুইলার নয়।
অন্যদিকে বাজাজ লিঙ্গ বৈষম্য ঘোচাতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থার লক্ষ্য তাদের শোরুমের ৫০% কর্মী হবে মহিলা। নারী শক্তির জাগরণ ঘটাতে তারা এই শতকরা বাড়িয়ে ৮০% করেছে। তাদের এই চেতক টেকনোলজি লিমিটেড কারখানায় আগামী তিন থেকে চার বছরের মধ্যে ১১,০০০ কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।