Ola, Ather-দের সঙ্গে পেরে উঠছে না Bajaj, খেলা ঘুরিয়ে দিতে চারটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে
বর্তমানে ভারতের জীবাশ্ম জ্বালানি চালিত টু-হুইলারের বাজারে বাজাজ অটো তৃতীয় বৃহত্তম সংস্থা হলেও বৈদ্যুতিক স্কুটারের দৌড়ে...বর্তমানে ভারতের জীবাশ্ম জ্বালানি চালিত টু-হুইলারের বাজারে বাজাজ অটো তৃতীয় বৃহত্তম সংস্থা হলেও বৈদ্যুতিক স্কুটারের দৌড়ে অনেকটাই পিছিয়ে তারা। এ মুহূর্তে সংস্থার ঝুলিতে কেবল একটিমাত্র মডেলই রয়েছে, যা হল – Bajaj Chetak। ফলে চেতকের উপর ভর করে বাজারে Ola, Okinawa, Ather-দের মতো প্রতিপক্ষদের সাথে লড়াইয়ে টিকে থাকা একটু কষ্টসাধ্য হয়ে উঠছে। যে কারণে আগামী দেড় বছরের মধ্যে অন্তত চারটি নতুন ইলেকট্রিক স্কুটারের মডেল লঞ্চ করা হলে বলে জানালেন বাজাজের এক শীর্ষকর্তা। পাশাপাশি স্কুটারের উৎপাদনও বাড়ানো হবে। আসন্ন মডেলগুলির প্রতিটি বাজাজের চেতক (Chetak) সাব ব্র্যান্ডের আওতায় আনা হবে।
আসলে দীর্ঘদিন বাদে সেমিকন্ডাক্টর চিপের জোগানের ঘাটতি পূরণ হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণে ভরসা পেয়েছে বাজাজ। উৎপাদনের বিষয়ে সংস্থাটি জানিয়েছে স্কুটারের উৎপাদন ৫০% বাড়িয়ে প্রতি মাসে ৬০০০ করা হবে। বর্তমানে মাসিক ৪,০০০টি প্রোডাকশন করা হয়। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত বাজাজ মোট ৬,২০০টি এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১০,০০০টি চেতক বিক্রি করেছে। আগামী দেড় বছরের মধ্যে ৩-৪টি নয়া ই-স্কুটার বাজারে আনলে বিক্রি আরও বাড়বে বলে আশাবাদী সংস্থা।
বর্তমানে ভারতের ৪০টি শহরে বাজাজ তাদের চেতক স্কুটার বিক্রি করে। সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই ভারতের আরও ৪৫টি শহরে স্কুটারটি লঞ্চ করা হবে। আপকামিং মডেলগুলি বিভিন্ন রাইডিং রেঞ্জ এবং পাওয়ার আউটপুটের সাথে আসবে। তবে দাম কেমন হতে পারে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ হয়নি।
উল্লেখ্য, এখন উচ্চ ক্ষমতার মোটর যুক্ত ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২৫০ ওয়াটের বেশি শক্তির মোটর আছে এমন ইলেকট্রিক টু-হুইলারের ১,৩৪,৪৭২ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর একই সময়ের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে, বেচাকেনা ৩৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিক তিন চাকার গাড়ির দুনিয়ায় বাজাজ অটোর স্থান শীর্ষে থাকলেও তাদের ঝুলিতে বর্তমানে একটিও ইলেকট্রিক থ্রি-হুইলারের মডেল নেই। ২০১৯-এ লঞ্চের কথা জানানো হলেও তা ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। আশা করা হচ্ছে ২০২৩-এর মার্চের মধ্যে প্রথম ইলেকট্রিক থ্রি-হুইলার বাজারে আনবে বাজাজ।