পালসার-প্ল্যাটিনার জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য ভারতের বাইরে কারখানা তৈরি করবে Bajaj
দেশের বৃহত্তম মোটরসাইকেল ও তিন চাকা গাড়ি রপ্তানিকারী বাজাজ অটো (Bajaj Auto) ব্রাজিলে তাদের প্রথম কারখানা বানাবে বলে...দেশের বৃহত্তম মোটরসাইকেল ও তিন চাকা গাড়ি রপ্তানিকারী বাজাজ অটো (Bajaj Auto) ব্রাজিলে তাদের প্রথম কারখানা বানাবে বলে জানিয়েছে। এই কাজে বাজাজ তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহকারী সংস্থা বাজাজ ডু ব্রাজিল (Bajaj Do Brazil) এর সাহায্য নেবে। ভারতীয় ব্র্যান্ডটির কার্যনির্বাহী আধিকারিক রাকেশ শর্মা লাতিন আমেরিকার বৃহত্তম টু-হুইলার মার্কেট ব্রাজিলে কারখানা গড়ার প্রসঙ্গে বলেন, এতে সে অঞ্চলে জমি শক্ত করার পাশাপাশি পণ্য উন্নয়ন এবং ক্রেতাদের চাহিদা বোঝার ক্ষেত্রে সুবিধা হবে।
Bajaj Auto ব্রাজিলে কারখানা তৈরি করবে
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে প্রস্তাবিত বাজাজের কারখানার প্রাথমিক পর্যায়ে প্রতি মাসে ২০,০০০ ইউনিট টু-হুইলার তৈরি হবে। আগামী এক বছরের মধ্যেই নতুন প্ল্যান্টে উৎপাদন শুরু করার ব্যাপারে আশাবাদী শর্মা। তিনি যোগ করেন, ব্রাজিলের ওই কারখানাতে কেটিএম (KTM)-ও মোটরসাইকেল বানাবে।
ইতিমধ্যেই বাজাজ ব্রিটেনের ট্রায়াম্ফ মোটরসাইকেলস (Triumph Motorcycles)-এর সাথে জুটি বেঁধেছে। ব্রাজিলে যাদের আগে থেকেই ম্যানুফ্যাকচারিং ইউনিট বর্তমান। সম্প্রতি সংস্থাদ্বয় যৌথ উদ্যোগে Triumph Speed 400 ও Triumph Scrambler 400X লঞ্চ করেছে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এদের আত্মপ্রকাশ ঘটেছে।
ভারতের পুণে ভিত্তিক বাজাজ অটো বর্তমানে বিশ্বের ৯০টির বেশি দেশে ব্যবসা করে। এই দেশগুলির বাজারে বাজাজ একটি শৃঙ্খলাবদ্ধ ডিস্ট্রিবিউশন মডেল গ্রহণ করেছে। কিন্তু পরিধি ও জটিলতার কারণে ব্রাজিল বাকি দেশগুলির তুলনায় আলাদা বলে ধারণা সংস্থার।