Pulsar, Platna-র জনপ্রিয়তার উপর ভর করে Bajaj এর মোটরসাইকেল বিক্রি বেড়ে দ্বিগুণ

মে মাসে মোটরসাইকেল ও স্কুটার বিক্রিতে বিশাল উত্থান প্রত্যক্ষ করল বাজাজ অটো (Bajaj Auto)। পরিসংখ্যান বলছে গত মাসে...
SUMAN 6 Jun 2023 12:56 PM IST

মে মাসে মোটরসাইকেল ও স্কুটার বিক্রিতে বিশাল উত্থান প্রত্যক্ষ করল বাজাজ অটো (Bajaj Auto)। পরিসংখ্যান বলছে গত মাসে সংস্থাটি ১,৯৪,৮১১টি দু'চাকা গাড়ি বিক্রি করতে পেয়েছে। যা ২০২২ এর মে'র তুলনায় দ্বিগুণ (৯৬,১০১)। আবার ২০২৩-এর এপ্রিলের (১,৮১,৮২৮ ইউনিট) চাইতেও মে’তে ৭% বিক্রি বাড়তে দেখা গেছে। বিক্রিবাটার হালহকিকত দেখে এটা স্পষ্ট, মাঝে চাহিদায় ভাটা থাকলেও দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছে বাজাজ অটো।

মে'তে Bajaj টু-হুইলার বিক্রি দ্বিগুণ

বর্তমানে বিশ্বের ৭০টি দেশে টু-হুইলার রপ্তানি করলেও, ইদানিং বিদেশে গাড়ি পাঠানোর ক্ষেত্রে ভাটা চলছে বাজাজের। আগের বছর মে’তে যেখানে ১,৫৩,৩৯৭ ইউনিট বাইক ও স্কুটার রপ্তানি করেছিল বাজাজ, সে জায়গায় গত মাসে তার সংখ্যা কমে হয়েছে ১,১২,৮৮৫ ইউনিট। অর্থাৎ ২৬% কম। তবে এ বছর এপ্রিলের তুলনায় (১,০৬,১৫৭ ইউনিট) গত মাসে সংস্থার টু-হুইলার রপ্তানি ৪৪ শতাংশ বেড়েছে।

রপ্তানিতে দীর্ঘদিনের দুর্বলতার কারণে এই বেহাল দশা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের বিশ্বাস, কাঁচামালের খরচ বেড়ে চলার ফলে টু-হুইলারের মূল্য বৃদ্ধির কারণে রপ্তানিতে প্রভাব পড়েছে। যদিও হালে দেশের বাজারে প্রত্যাশার তুলনায় বেশি বাইক ও স্কুটার বিক্রি বাজাজের মার্কেট শেয়ার খুব বেশি নীচে নামতে দেয়নি। আবার গ্রামাঞ্চলেও চাহিদা ধীরে ধীরে ফিরে আসায় বিক্রি আরও বাড়বে বলেই মনে করছে বাজাজ।

প্রসঙ্গত, বিগত ছ’মাসে সংস্থার টু-হুইলারগুলির মধ্যে PulsarPlatina রেঞ্জের বিক্রি ছিল সর্বাধিক। এদিকে, গত মাসে সংস্থার ৩৩,৯৫০টি বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে, যা ২০২২ এর মে'র তুলনায় ১৭,৩৮৪ ইউনিট বেশি। আবার রপ্তানিও এক বছর আগে ১০৬১৩ ইউনিট থেকে বেড়ে গত মাসে ১৩,৬৮২ ইউনিটে দাঁড়িয়েছে।

Show Full Article
Next Story