ইলেকট্রিক স্কুটার কিনবেন? Bajaj Chetak নাকি Ather Rizta? কোনটা সেরা দেখে নিন

পারিবারিক ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে নতুন সংস্করণ Bajaj Chetak 3501। এই স্কুটারকে টক্কর দেবে Ather Rizta। দুই মডেলের মধ্যে কার রেঞ্জ বেশি এবং কার খরচ কম, চলুন জেনে নেওয়া যাক।

Suvrodeep Chakraborty 26 Dec 2024 2:08 PM IST

নতুন প্রজন্মের Chetak 35 সিরিজ লঞ্চ করেছে বাজাজ। বাজারে এসেছে Bajaj Chetak 3501 মডেল। এটি একটি পারিবারিক ইলেকট্রিক স্কুটার বলে দাবি করেছে বাজাজ। যা টক্কর দেবে এই সেগমেন্টের আরেক মডেল Ather Rizta -কে। দুই স্কুটারের মধ্যে কার ফিচার্স ও স্পেসিফিকেশন ভালো এবং কার দাম কম, আসুন জেনে নেওয়া যাক।

Bajaj Chetak 3501 বনাম Ather Rizta

ব্যাটারি ক্যাপাসিটি, রেঞ্জ, গতি ও চার্জিং

Bajaj Chetak 3501 এ রয়েছে 3.5 কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। সর্বোচ্চ 5.3 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। সর্বোচ্চ গতি 73 কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি ফুল চার্জে রেঞ্জ দিতে পারে কোম্পানির দাবি অনুসারে, 153 কিলোমিটার।। স্কুটারের সঙ্গে পাওয়া যাবে 950 ওয়াট অনবোর্ড কুইক চার্জার। এটি 0-80 শতাংশ চার্জ করতে সময় নেবে 3 ঘণ্টা। স্কুটারটির স্ট্যান্ডার্ড মডেলে পাবেন ইকো মোড ও Tecpac ভ্যারিয়েন্টে পাবেন স্পোর্টস মোড।

অন্যদিকে, Ather Rizta - তে রয়েছে দু’রকম ব্যাটারি - 2.9 কিলোওয়াট আওয়ার এবং 3.7 কিলোওয়াট আওয়ার। প্রথম ব্যাটারি 123 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। 0-80 শতাংশ চার্জ হতে সময় নেয় 6 ঘণ্টা 30 মিনিট। দ্বিতীয় ব্যাটারি ফুল চার্জে রেঞ্জ দিতে পারে 160 কিলোমিটার। আর 0-80 শতাংশ চার্জ হতে সময় নেয় 4.3 ঘণ্টা। এই স্কুটার সর্বোচ্চ 5.7 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। সর্বোচ্চ গতি 80 কিলোমিটার প্রতি ঘণ্টা।

ফিচার্স

Bajaj Chetak 3501 এ মিলবে 5 ইঞ্চি TFT টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, মিউজিক কন্ট্রোল, ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ (লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্সুরেন্সের জন্য), LED লাইটিং, USB চার্জিং এবং 35 লিটার আন্ডার সিট স্টোরেজ। অপরদিকে, Ather Rizta - তে রয়েছে গুগল ম্যাপ-সহ 7 ইঞ্চি TFT ডিসপ্লে, স্কিড কন্ট্রোল, হিল হোল্ড এবং দুটি রাইড মোড। এছাড়া পাবেন LED লাইটিং এবং 34 লিটার আন্ডার সিট স্টোরেজ।

দাম

Bajaj Chetak 3501 এর দাম শুরু 1.27 লক্ষ টাকা থেকে (এক্স-shorum)। Ather Rizta Z এর দাম 1,26,499 টাকা থেকে 1,46,999 টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story