Bajaj Chetak: এত কমে প্রথমবার! পুজোর আগে বাজাজ চেতক 22,000 টাকা সস্তা হল
ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বাজাজ অটো (Bajaj Auto) তাদের ঐতিহাসিক মডেল Chetak-এর মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে...ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বাজাজ অটো (Bajaj Auto) তাদের ঐতিহাসিক মডেল Chetak-এর মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে চলেছে। বর্তমানে তারা এই একটি মাত্র ইলেকট্রিক স্কুটার বিক্রি করে। এবার মডেলটিতে লিমিটেড পিরিয়ড অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য আকর্ষণীয় ডিসকাউন্টের ঘোষণা করল বাজাজ। সংস্থা সুত্রে খবর, এখন Bajaj Chetak কিনলে খরচ পড়বে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ পুজোর আগে স্কুটারটি একধাক্কায় ২২,০০০ টাকা সস্তা হয়েছে।
Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের দাম 22,000 টাকা কমল
পুজোর আগে চেতক ই-স্কুটারে এমন আকর্ষণীয় ডিসকাউন্ট, বিক্রি বৃদ্ধিতে সহায়তা করবে বলেই আশাবাদী বাজাজ। প্রসঙ্গত, আশির দশক থেকে ভারতের টু-হুইলারের বাজারে চেতক একটি অতি প্রসিদ্ধ নাম। ঠিক যেমন Maruti 800। একসময় এর আইসিই মডেলটির বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এর প্রায় ১৪ বছর পর ২০১৯-এ ইলেকট্রিক অবতারে প্রত্যাবর্তন ঘটে স্কুটারটির।
এগিয়ে চলার শক্তি জোগাতে চেতকে দেওয়া হয়েছে একটি ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা থেকে সর্বোচ্চ ৫.৪৭ বিএইচপি শক্তি এবং ১৬ এনএম টর্ক উৎপন্ন হয়। ব্যাটারিটি এটি ফুল চার্জে ১০৮ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে (পরীক্ষিত)। একটি ৫ অ্যাম্পিয়ার চার্জার দ্বারা ব্যাটারিটি ৪ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। আবার IP67 রেটিং প্রাপ্ত হওয়ার কারণে ব্যাটারির ধুলোবালি ও জল প্রতিরোধের সক্ষমতা রয়েছে। প্রতি ঘন্টায় স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ৬৩ কিলোমিটার।
সম্প্রতি বাজাজ চেতক ব্লুটুথ কানেক্টিভিটি, ওভার দ্য এয়ার আপডেট এবং ট্যাম্পার অ্যালার্ট পেয়েছে। এতে ফিচার হিসেবে উপস্থিত এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর, এলইডি টেললাইট, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। হার্ডওয়ার হিসেবে রয়েছে সিঙ্গেল সাইড ফ্রন্ট এবং মোনোশক রিয়ার সাসপেনশন। সামনে সিঙ্গেল ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক দেখা যায়।