TVS iQube নাকি Bajaj Chetak, কোন বৈদ্যুতিক স্কুটার বেশি কিনছে মানুষ, দেখুন

ইলেকট্রিক স্কুটারের চাহিদা বিগত ক'মাস ধরে ঊর্দ্ধমুখী ভারতে। আগুন লাগার কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও অগ্মিমূল্য পেট্রলের...
techgup 18 Oct 2022 2:07 PM IST

ইলেকট্রিক স্কুটারের চাহিদা বিগত ক'মাস ধরে ঊর্দ্ধমুখী ভারতে। আগুন লাগার কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও অগ্মিমূল্য পেট্রলের কারণে বৈদ্যুতিক স্কুটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। ফলে বিভিন্ন সংস্থা নিত্যনতুন মডেল ও ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে হাজির হচ্ছে। পরিচিত সংস্থাগুলির মধ্যে TVS ও Bajaj এখন বেস্ট সেলিং ই-স্কুটার ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম।

TVS তাদের iQube মডেলের আপডেটেড ভার্সন নতুন ফিচার্স ও স্টাইলের সাথে লঞ্চ করার পর বিক্রিবাটায় উত্থান লক্ষ্য করেছে। অন্যদিকে, Bajaj তাদের একমাত্র ব্যাটারি চালিত স্কুটার Chetak-এর নতুন ভার্সন বাজারে আনবে আনবে করলেও এখনও অপেক্ষার ইতি ঘটায়নি। বিক্রির নিরিখে দু'টি মডেলের মধ্যেই স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। তবে সেখানে TVS iQube এর ক্লিয়ার অ্যাডভান্টেজ। গত মাসে কোনটি সবচেয়ে বেশি বিক্রি হল, দেখে নেওয়া যাক এক নজরে।

TVS iQube vs Bajaj Chetak: সেপ্টেম্বর সেলস

সেপ্টেম্বরে টিভিএস মোটর কোম্পানি তাদের আউকিউব ইলেকট্রিক স্কুটারের ৩,৯৪০ ইউনিট বিক্রি করতে পেরেছে। তুলনাস্বরূপ, বাজাজ চেতক বিক্রি হয়েছে ২,৫৯৩টি। অর্থাৎ আইকিউব কিনেছেন ১,৩৪৭ জন বেশি গ্রাহক। সেপ্টেম্বর ছাড়াও বিগত কয়েক মাসের ট্রেন্ড ফলে এটুকু স্পষ্ট, ইলেকট্রিক স্কুটারের জগতে চেতক-কে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে আইকিউব। গত মাসের পরিসংখ্যান অনুযায়ী, টিভিএস দেশের ষষ্ঠ বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড। আর বাজাজ অবস্থান করছে অষ্টম স্থানে।

এদিকে স্টার্টআপদের পাশাপাশি টিভিএসের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া আটকাতে ছক কষছে বাজাজ। আগামী দেড় বছরের মধ্যে অন্তত তিন থেকে চারটি নতুন বৈদ্যুতিক স্কুটার লঞ্চের কৌশল নিতে চলেছে বাজাজ। যেগুলি সংস্থার সাব-ব্র্যান্ড চেতকের অধীনে আসবে। আবার এখন ভারতের শুধুমাত্র ৪৫টি শহরে চেতক উপলব্ধ হলেও, ২০২২-এর ডিসেম্বরের মধ্যে সেটা বাড়িয়ে ৮৫ করার লক্ষ্যমাত্রা রেখেছে বাজাজ‌‌।

Show Full Article
Next Story