Bajaj Freedom: তেল ফুরালে চলবে গ্যাসে! আগামীকাল বিশ্বের প্রথম CNG বাইকের লঞ্চ
বাজাজ আগামীকাল ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। বাইকটির নাম ব্রুজার হতে পারে বলে জল্পনা শোনা...বাজাজ আগামীকাল ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। বাইকটির নাম ব্রুজার হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছিল। কারণ সংস্থা এখনও অফিশিয়াল নাম প্রকাশ করেনি। তবে লঞ্চের এক দিন আগেই জানা গেল, সেটি ফ্রিডম ১২৫ নামে আসবে। বাজাজের ওয়েবসাইটের একটি স্ক্রিনশট থেকে এই বিষয়টি ফাঁস হয়েছে।
বাজাজ সিএনজি বাইকের নাম হবে ফ্রিডম
উল্লেখ্য, এলএমএল ভারতে ব্যবসা গোটানোর আগে ফ্রিডম নামে একটি কমিউটার বাইক বিক্রি করত। সেই নামটাই ফিরিয়ে আনছে বাজাজ। নামের শেষে ১২৫ সংখ্যা ইঞ্জিনের ক্যাপাসিটিকে নির্দেশ করছে। বাজাজের অফিশিয়াল টিজার অনুযায়ী, এটি বাই-ফুয়েল মোটরসাইকেল হবে। সুইচ টিপে পেট্রল ও সিএনজি মোডে চালানোর অপশন মিলবে।
কম দামে মডেল লঞ্চ করার জন্য পরিচিত বাজাজ। পালসার ৪০০ তার সাম্প্রতিক উদাহরণ। বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি বাইকের দাম ৯০,০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। একে ১২৫ সিসির এন্ট্রি লেভেল মোটরসাইকেল হোন্ডা সাইন ১২৫ ও প্রিমিয়াম কমিউটার রেইডার ১২৫-এর মাঝামাঝি পজিশন করা পেতে পারে।
উল্লেখ্য, বাজাজ তাদের সিএনজি বাইক আগামীকাল দুপুরে ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করতে চলেছে। তারপরই মোটরসাইকেল দাম, স্পেসিফিকেশন, বা ফিচার্স সম্পর্কে বিস্তারিত তথ্য বলা যাবে। ইতিমধ্যেই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টটি নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে।।