Bajaj Electric: বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার ফুল চার্জে কত রেঞ্জ‌ দেবে, এমাসেই হচ্ছে লঞ্চ

20 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে বাজাজ চেতক ইলেকট্রিক। Bajaj Chetak Electric EV স্কুটারের স্টাইল এবং লুক অনেকটা বাজাজ চেতকের পেট্রোল ভ্যারিয়েন্টের মতোই হতে পারে।

Suman Patra 8 Dec 2024 12:09 PM IST

Bajaj Chetak Electric: বাজাজ চেতক স্কুটারের এবার ইলেকট্রিক ভার্সন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। 2024 সালের ডিসেম্বরে বাজারে আসতে চলেছে বাজাজের এই নতুন ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক ভার্সন হওয়ায় বাজাজ এই নতুন মডেলে বেশ কয়েকটি বড় পরিবর্তন করবে। আর এই স্কুটারকে নতুন প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে। ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ বাড়ানোর জন্য এর পাওয়ারও উন্নত করা হচ্ছে।

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার কবে লঞ্চ হবে?

20 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে বাজাজ চেতক ইলেকট্রিক। এই স্কুটারের স্টাইল এবং লুক অনেকটা বাজাজ চেতকের পেট্রোল ভ্যারিয়েন্টের মতোই হতে পারে। ইভির ডিজাইন আরও উন্নত করতে এতে কিছু পরিবর্তনও দেখা যেতে পারে। বাজাজ মানুষের পছন্দ বজায় রাখার জন্য কাজ করে চলেছে।

Bajaj Chetak Electric স্কুটারের রেঞ্জ এবং পাওয়ার

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের স্টোরেজ স্পেস বাড়ানো হতে পারে, যা ব্যাটারির অবস্থানও পরিবর্তন করতে পারে। এই ইলেকট্রিক স্কুটারটি বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। এছাড়া এই ইভি প্রিমিয়াম ফিচারের সাথে আসতে পারে। এই স্কুটারটি ফুল চার্জে প্রায় 180-170 কিমি রেঞ্জ দিতে পারে

Chetak EV প্রতিদ্বন্দ্বী

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের প্রতিদ্বন্দ্বীর কথা বললে, এই স্কুটারটি টিভিএস iQube, ওলা S1 প্লাস এবং অ্যাথার Rizta এর সাথে বাজার দখলের প্রতিযোগিতা চালাবে। চেতকের বাজারে প্রচুর চাহিদা ছিল। ইলেকট্রিক স্কুটারটিও এই সেগমেন্টে ভালো সাড়া ফেলতে পারে।

Show Full Article
Next Story