বিক্রি প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে, Bajaj-Triumph জুটির বাইক নিয়ে মন্তব্য রাজীব বাজাজের
ট্রায়াম্ফ (Triumph) এবং বাজাজ অটো (Bajaj Auto) যৌথভাবে ভারতে এ বছর একজোড়া মোটরসাইকেল লঞ্চ করেছিল – Triumph Speed 400 ও...ট্রায়াম্ফ (Triumph) এবং বাজাজ অটো (Bajaj Auto) যৌথভাবে ভারতে এ বছর একজোড়া মোটরসাইকেল লঞ্চ করেছিল – Triumph Speed 400 ও Scrambler 400 X। প্রথমটি একটি রোডস্টার এবং দ্বিতীয়টি স্ক্র্যাম্বলার স্টাইলের বাইক। লঞ্চের পর অসংখ্য ক্রেতার ভালোবাসা পেয়েছে এগুলি। চাহিদা দেখে সংস্থাদ্বয়ও অবাক। বাজাজের সিইও রাজীব বাজাজ ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে Triumph 400 Twins-এর বিক্রি ১৮,০০০ ইউনিটে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন।
Triumph 400 Twins-এর বিক্রি বাড়ার বিষয়ে আশাবাদী বাজাজ
বাজাজ বলেন, Triumph Speed 400-এর তাৎক্ষণিক সাফল্য দেখে বিস্মিত ভারতীয় নির্মাণকারী সংস্থাটি। প্রতি মাসে বাইকটির ৫,০০০ ইউনিট উৎপাদন করা হবে বলে প্রাথমিক পর্যায়ে পরিকল্পনা করেছিল সংস্থা। কিন্তু যা বুকিং আসছে তাতে উৎপাদন দ্বিগুন করে ১০,০০০ ইউনিট বানানোর চিন্তাভাবনা করছে বাজাজ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত Speed 400-এর ৮,০০০ মডেল বিক্রি হয়েছে। প্রতি মাসে ৬,০০০ করে চলতি ত্রৈমাসিকে এই সংখ্যা ১৮,০০০ স্পর্শ করবে বলে আশাবাদী কোম্পানি।
রাজীব বাজাজ যোগ করেন, “আমাদের উৎপাদনের প্রাথমিক সক্ষমতা প্রতি মাসে ৫,০০০ ছিল। কিন্তু গত ত্রৈমাসিকে তা ৮,০০০ করা হয়েছে। এই সংখ্যাটি আগামীতে দ্বিগুণ অর্থাৎ প্রায় ১৮,০০০-এ পৌছবে। গড়ে প্রায় ৬,০০০। তাই ৫,০০০-এর পরিবর্তে আশা করছি এই ত্রৈমাসিকে বিক্রি ৬,০০০ ইউনিটে দাঁড়াবে।”
Triumph 400X সম্প্রতি লঞ্চ হয়ে নিজের চাহিদা বাড়াতে শুরু করেছে। ভবিষ্যতের তা আরও বাড়বে বলেই আশা করা যায়। বাজাজের বিশ্বাস প্রতি মাসে বিক্রি ১০,০০০ পার করবে। প্রসঙ্গত, বাজাজ ও ট্রায়াম্ফ বড় ইঞ্জিনের মোটরসাইকেল তৈরিতে সিদ্ধহস্ত। কিন্তু ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের মোটরসাইকেল লঞ্চ করে তারা সাড়া ফেলে দিয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার বাজারেও লঞ্চ হয়েছে মডেল দুটি। এরপর ইউরোপে হাজির করা হবে।