Bajaj Freedom 125: পেট্রল বাইক ছেড়ে সিএনজি মোটরসাইকেল কিনছে লোকজন

Bajaj Auto জুলাইতে বিশ্বের প্রথম টু-হুইলার সংস্থা হিসাবে সিএনজি মোটরসাইকেল ভারতের বাজারে নিয়ে এসেছে, যার নাম Freedom...
techgup 9 Sept 2024 8:08 PM IST

Bajaj Auto জুলাইতে বিশ্বের প্রথম টু-হুইলার সংস্থা হিসাবে সিএনজি মোটরসাইকেল ভারতের বাজারে নিয়ে এসেছে, যার নাম Freedom 125। লঞ্চের পর কেবলমাত্র গুজরাত ও মহারাষ্ট্রে উপলব্ধ থাকলেও, বর্তমানে দিল্লি, কর্ণাটক, এবং কেরল সহ 77টি শহর ও মফঃস্বলে বিক্রি হচ্ছে। জুলাই মাসে 2,000 ইউনিটের আশেপাশে ফ্রিডম বিক্রি করেছিল বাজাজ। আর আগস্টে সিএনজি বাইকটির বিক্রি (রিটেল সেলস) 5000 ইউনিট টপকে গিয়েছে।

15 আগস্টের পর থেকে Bajaj Freedom 125 CNG-এর চাহিদায় জোয়ার এসেছে। পেট্রলের থেকে সিএনজি সস্তা, তার উপর পরিবেশবান্ধব, এবং দাম কম হওয়ার কারণে মোটরসাইকেলটির প্রতি ক্রেতাদের আগ্রহ জন্মাচ্ছে। দেশের আরও জায়গায় লঞ্চ হলে বিক্রিতে যে নতুন গতি আসবে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। প্রথাগত পেট্রল বাইকের তুলনায় ফ্রিডম চালাতে 50 শতাংশ কম জ্বালানি খরচ হবে বলে দাবি কোম্পানির।

আরও পড়ুন : OnePlus 13 লঞ্চ হচ্ছে পরের মাসেই, সনির নতুন ক্যামেরার সেন্সরের সাথে থাকবে BOE X2 ডিসপ্লে

Bajaj Freedom 125 দাম ও মাইলেজ

বর্তমানে বাজাজ ফ্রিডম 125 ড্রাম ভার্সন কিনতে খরচ হয় 95,000 টাকা। অন্যদিকে, ড্রাম এলইডি এবং ডিস্ক এলইডি ভ্যারিয়েন্টের দাম থাক্রমে 1,05,000 টাকা এবং 1,10,000 টাকা (এক্স-শোরুম) খরচ হবে। বাইকটির 1 কেজি সিএনজি ট্যাঙ্ক ফুল থাকলে 200 কিমি পর্যন্ত চলতে পারবে। সঙ্গে 2 লিটার পেট্রল ট্যাঙ্কও আছে, যা থেকে 130 কিমি মাইলেজ মিলবে। মোট 330 কিমি রেঞ্জের দাবি করেছে কোম্পানি।

আরও পড়ুন : iPhone 16: অ্যাপলপ্রেমীদের জন্য সুখবর, নতুন আইফোনে মিলবে দ্বিগুণ স্টোরেজ

ইঞ্জিন পারফরম্যান্স ও হার্ডওয়্যার

125 সিসি ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন আছে বাজাজ ফ্রিডমে, যা থেকে 9.4 এইচপি ক্ষমতা ও 9.7 এনএম টর্ক পাওয়া যায়। সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে লিঙ্কড টাইপ সাসপেনশন বর্তমান। শুধু সামনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। সিএনজি মোডে প্রতি ঘন্টায় টপ স্পিড 90.5 কিমি, আর পেট্রল মোডে 93.4 কিমি/ঘন্টা।

Show Full Article
Next Story