Bajaj Freedom 125: দাম কমেছে বিশ্বের প্রথম সিএনজি বাইকের? কি বললো বাজাজ অটো
বিশ্বের প্রথম সিএনজি বাইক বাজাজ ফ্রিডম 125 মডেলে রয়েছে ফোর স্ট্রোক, এয়ার কুলড ইঞ্জিন। Bajaj Freedom 125 বাইকটির ইঞ্জিন 8,000 আরপিএমে 9.5PS পাওয়ার এবং 5,000 আরপিএমে 9.7nm টর্ক উৎপন্ন করে।
বাজাজ অটো চলতি বছরে ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি বাইক ফ্রিডম 125 লঞ্চ করেছে। এরপর সম্প্রতি, খবর ছড়িয়ে পড়ে যে সংস্থাটি বছরের শেষ লগ্নে এসে বিক্রি বাড়াতে Freedom 125 এবং Pulsar বাইকের দাম কমিয়েছে। তবে এই খবর সত্যি নয়। একটি ব্রোকারেজ ফার্মের দেওয়া তথ্য মিথ্যা বলে জানিয়েছে বাজাজ অটো।
বাজাজ বাইকের কোনো দাম কমায়নি
বাজাজ অটো জানিয়েছে, মোটরসাইকেলের দাম কমানো নিয়ে বাজারে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। 2024 সালের অক্টোবরে বাইকের দাম কমিয়েছিল সংস্থা। তবে বর্তমানে সিএনজি বাইকের দামে কোনো পরিবর্তন তারা আনেনি।
বাজাজ ফ্রিডম 125 এর টপ মডেলের দাম ১,১০,০০০ টাকা। বাজাজ অটো বলছে যে, এই মোটরসাইকেলের দাম এবং ফিচারে কোনও পরিবর্তন করা হয়নি। সিএনজি বাইকটির মোট বিক্রির 72 শতাংশ হয়েছে টপ মডেল।
আর মোট বিক্রিতে বাজাজ ফ্রিডম 125 এর বেস ভ্যারিয়েন্টের দখল 13 শতাংশ। 2024 সালের অক্টোবরে এই এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্টের দামে পরিবর্তন আনে সংস্থাটি। এই মডেলের দাম 95,000 টাকা থেকে কমিয়ে 90,000 টাকা করা হয়। এই ভ্যারিয়েন্টের দাম কমানোর কারণ ছিল আরও বেশি গ্রাহককে আকৃষ্ট করা।
আর দেশের প্রথম সিএনজি বাইকের মিড ভ্যারিয়েন্ট মোট বিক্রিতে 15 শতাংশ অবদান রেখেছে। বর্তমানে বাজারে এই ভ্যারিয়েন্টের দাম 95,000 টাকা।
Bajaj Freedom 125 ইঞ্জিন ও মাইলেজ
বিশ্বের প্রথম সিএনজি বাইক বাজাজ ফ্রিডম 125 মডেলে রয়েছে ফোর স্ট্রোক, এয়ার কুলড ইঞ্জিন। বাইকটির এই ইঞ্জিন 8,000 আরপিএমে 9.5PS পাওয়ার এবং 5,000 আরপিএমে 9.7nm টর্ক উৎপন্ন করে। এই বাইকে একবারে 2 কেজি পর্যন্ত সিএনজি ভর্তি করা যেতে পারে, যা 200 কিমি মাইলেজ দেবে বলে দাবি করেছে বাজাজ।
প্রয়োজনে পেট্রোল মোডেও চালানো যাবে বাজাজের সিএনজি বাইক। এই মোটরসাইকেলে দুই লিটার পর্যন্ত পেট্রোল ভর্তি করা যাবে। পেট্রোল মোডে 130 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই বাইক।
দাম
বাজাজ ফ্রিডম 125 সিএনজি বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 89,997 টাকা থেকে।
বিশ্বের প্রথম সিএনজি বাইক বাজাজ ফ্রিডম 125 মডেলে রয়েছে ফোর স্ট্রোক, এয়ার কুলড ইঞ্জিন। Bajaj Freedom 125 বাইকটির ইঞ্জিন 8,000 আরপিএমে 9.5PS পাওয়ার এবং 5,000 আরপিএমে 9.7nm টর্ক উৎপন্ন করে।