Bajaj Freedom CNG বাইকের নতুন ভার্সন আসছে, লঞ্চ হবে সস্তায়, জানুন বিস্তারিত

Bajaj Freedom CNG মোটরসাইকেলের নতুন ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে৷ বাইকটির লো-কস্ট ভার্সন ইতিমধ্যেই একাধিকবার ভারতের রাস্তায় টেস্টিং করতে দেখা গিয়েছে৷ ফ্রিডমের থেকেও কম…

bajaj freedom cng bike affordable variant could launch in early 2025

Bajaj Freedom CNG মোটরসাইকেলের নতুন ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে৷ বাইকটির লো-কস্ট ভার্সন ইতিমধ্যেই একাধিকবার ভারতের রাস্তায় টেস্টিং করতে দেখা গিয়েছে৷ ফ্রিডমের থেকেও কম দামে আগমন ঘটবে এটির৷ বাজাজ নিজেও জানিয়েছে, নতুন সিএনজি বাইকটি চলতি বছরের শেষে বা আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে লঞ্চ হতে পারে৷

বর্তমানে, Bajaj Freedom CNG বাইকের দাম 94,999 (এক্স-শোরুম) থেকে শুরু৷ আপকামিং ভ্যারিয়েন্টটি ফ্রিডমের থেকে কয়েক হাজার টাকায় সস্তায় লঞ্চ হতে পারে৷ খরচ কমাতে প্রোটোটাইপ সংস্করণে বেশ কিছু কাটছাঁট করা হয়েছে৷ যেমন এলইডি হেডলাইটের পরিবর্তে হ্যালোজেন লাইট থাকছে এতে৷ হেডল্যাম্প ব্রাকেটটিও নতুন৷

আরও পড়ুন : Tata Curvv: পুজোর বাজারে ঝড় তুলতে চোখ ধাঁধানো SUV লঞ্চ করল টাটা, চাপে মারুতি-হুন্ডাই

বাজাজ আসন্ন সিএনজি বাইকটির টেলিস্কোপিক ফর্কের শ্রাউড রিমুভ করে সেখানে ফর্ক গেইটার রেখেছে৷ বডি প্যানেল ক্যামোফ্ল্যাজ করা থাকলেও সিঙ্গেল টোন কালার স্কিম নজরে পড়েছে৷ যেখানে ফ্রিডমে গ্রাফিক্স হেভি পেইন্ট স্কিম দেখা যায়৷ এছাড়া, নতুন ফেন্ডার ও স্প্ল্যাটার গার্ড থাকছে, যা বর্ষার সময় কাঁদাজল থেকে প্রোটেকশনের কাজ করবে৷

আরও পড়ুন : iPhone 17 Pro Max এর হাত ধরে আইফোনে বিপ্লব আনছে Apple, প্রথমবার থাকবে এই সুবিধা

বাজাজ’র প্রথম সিএনজি বাইকে পেট্রল ও সিএনজি উভয় জ্বালানির জন্য ট্যাঙ্ক রয়েছে৷ নতুন মডেলেও তার অন্যথা হবে না৷ ফ্রিডমে 125 সিসি ইঞ্জিন থাকলেও, নতুন ভ্যারিয়েন্টে 100 বা 110 সিসি ইঞ্জিন রাখা হতে পারে৷ এতে সংস্থার কম দামে লঞ্চ করতে সুবিধা হবে৷ জানিয়ে রাখি, সেপ্টেম্বরে বাজাজ তাদের প্রথম ইথানল চালিত মোটরসাইকেল লঞ্চ প্রদর্শন করবে৷ এটি 100 শতাংশ ইথানলে চলতে পারবে৷

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন