Best Mileage Bikes

Bajaj থেকে Hero, অবাক করা মাইলেজের দৌলতে এই যুগেও সেরা চয়েস এই ৫ বাইক

এখন ভালো মাইলেজের বাইক কী কী রয়েছে বাজারে? অসংখ্য বিকল্পের মধ্যে সেরা ৫ সন্ধান রইল এই প্রতিবেদনে। দাম-সহ বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Suvrodeep Chakraborty 12 Dec 2024 5:26 PM IST

মাইলেজ যত ভালো, তেল যত কম খাবে ততই চাপ কমবে পকেটে। অগ্নিমূল্য বাজারে বাইক চালকদের অধিকাংশ এখন এটাই মনে করেন। তাই আজ এমন কয়েকটি মোটরসাইকেল সম্পর্কে আলোচনা করা হল, যা আপনাকে এই যুগেও ভরসা এবং চমৎকার মাইলেজ প্রদান করবে। Bajaj CNG থেকে Hero Splendor, এই তালিকায় আর কী কী বাইক রয়েছে জেনে নিন।

Bajaj Freedom 125

বিশ্বের প্রথম CNG বাইক। পেট্রল ইঞ্জিনও রয়েছে। দুই জ্বালানির সম্মিলিত মাইলেজ ৩৩০ কিলোমিটার। অন্তত কোম্পানির দাবি এটাই। বাইকের দাম ৮৯,৯৯৭ টাকা থেকে ১.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাজাজের আরও দাবি, প্রতি কিমি চালাতে এই বাইকে খরচ মাত্র ১ টাকা।

Hero Splendor Plus

বাজারে যত নামী দামি বাইক আসুক না কেন, Splendor এর জায়গা কেউ নিতে পারবে না। ওজনে হালকা এবং দুর্দান্ত মাইলেজ দেয় এই মোটরসাইকেল। এটির উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য i3S প্রযুক্তি। যা মাইলেজ বাড়াতে সাহায্য করে। কোম্পানির দাবি, প্রতি লিটার তেলে ৮০ কিমি যেতে পারে এই বাইক। দাম ৭৫,৪৪১ টাকা।

TVS Star City Plus

এই বাইকে রয়েছে বিশেষ ইকোথ্রাস্ট ফুয়েল ইনজেকশন প্রযুক্তি। যা ১৫ শতাংশ বেশি মাইলেজ দিতে পারে। টিভিএস-এর দাবি, এটি প্রতি লিটারে ৮৬ কিলোমিটার পথ যেতে সক্ষম। বাইকটির দাম ৭৫,৪১ টাকা থেকে ৭৮,৫৪১ টাকা (এক্স-শোরুম)।

Bajaj Platina 110

বাজাজ প্ল্যাটিনাও নিত্য যাতায়াতের জন্য বহু মানুষের পছন্দ। কারণ বাইকটির মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার। এতে রয়েছে বিশেষ DTS-i প্রযুক্তির ১১৫ সিসির ইঞ্জিন রয়েছে বাইকে। ভারতে এই মুহূর্তে বাজাজ প্ল্যাটিনা ১১০ মডেলের দাম ৭১,৩৫৪ টাকা (এক্স-শোরুম)।

Honda CD 110 Dream Deluxe

জাপানি স্মার্ট পাওয়ার (ESP) সিস্টেম রয়েছে বাইকে। যা দুর্দান্ত মাইলেজ দিতে সাহায্য করে। হোন্ডার দাবি, এটি প্রতি লিটার তেলে ৬৫ কিলোমিটার যেতে পারে। ভারতে হোন্ডা সিডি ১১০ ড্রিম ডিলাক্স বাইকের দাম ৭৪,৪০১ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story