মাসিক কিস্তি গায়ে লাগবে না, 13,000 টাকা দিয়েই কিনে ফেলুন নতুন Pulsar 150

স্পোর্টস বাইকের দুনিয়ায় বাজাজ পালসারের (Bajaj Pulsar) ধার ও ভার, দুইই বেশি। জনপ্রিয়তা মারাত্মক। পালসার রেঞ্জের ১৫০ সিসি মডেলগুলির আলাদাই ফ্যানবেস। Bajaj Pulsar 150 এখনও…

স্পোর্টস বাইকের দুনিয়ায় বাজাজ পালসারের (Bajaj Pulsar) ধার ও ভার, দুইই বেশি। জনপ্রিয়তা মারাত্মক। পালসার রেঞ্জের ১৫০ সিসি মডেলগুলির আলাদাই ফ্যানবেস। Bajaj Pulsar 150 এখনও অনেকের স্বপ্নের বাইক। নগদ অর্থের অভাবে কেনা হয়ে উঠছে না এমন ক্রেতাদের জন্যই বাজাজ অটো (Bajaj Auto) নিয়ে এসেছে সহজ কিস্তিতে টু হুইলার কেনার পরিষেবা। মাত্র ১৩,০০০ টাকা ডাউন পেমেন্ট করলেই বাইকটি বাড়ি নিয়ে আসা যাবে।

নতুন বছরে নতুন মোটরসাইকেলে চড়ার সাধ আছে অনেকেরই। সহজ মাসিক কিস্তিতে পালসার ১৫০ কেনার সুযোগ মিলছে। বর্তমানে ভ্যারিয়েন্ট অনুযায়ী মোটরসাইকেলটির দাম ১.১০ লক্ষ থেকে ১.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। টপ স্পিড ১১৫ কিমি প্রতি ঘন্টা এবং গিয়ারবক্সের সংখ্যা পাঁচ। এটি মোট ছয়টি রঙের বিকল্পে এটি উপলব্ধ। লিটার পিছু মাইলেজ দেয় প্রায় ৪৭ কিলোমিটার।

নগদ অর্থে কেনা সম্ভব না হলে, সহজ মাসিক কিস্তি মাধ্যমে অনায়াসে পালসার ১৫০ বাড়ি নিয়ে আসুন। মাত্র ১৩,০০০ টাকা ডাউনপেমেন্ট করলেই তা সম্ভব। এর সাথে ৩৬ মাস ধরে ৯.৬% সুদের হারে মাসিক ৩,৭৯০ টাকার কিস্তি জমা করলেই মোটরসাইকেলটির মালিকানা সম্পূর্ণ আপনার হয়ে যাবে। তবে জানিয়ে রাখি অঞ্চল এবং ডিলারশিপ ভেদে ইএমআই-এর অঙ্ক ভিন্ন হতে পারে। তাই বাইক কেনার আগে নিকটবর্তী শোরুমে ইএমআই সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Bajaj Pulsar 150 স্পেসিফিকেশন ও ফিচার্স

বহুল জনপ্রিয় Bajaj Pulsar 150-এ রয়েছে দুর্দান্ত ডিসপ্লে। ইন্সট্রুমেন্ট কনসোলটিতে ভেসে উঠবে ডিজিটাল ট্যাকোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার, ডিজিটাল ওডোমিটারের তথ্য। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে রয়েছে স্প্লিট সিট, ক্লক, এলইডি হেডলাইট, টেল লাইট, প্যাসেঞ্জার ফুটরেস্ট ইত্যাদি। পারফরম্যান্সের জন্য পালসার ১৫০-এ রয়েছে ১৪৯.৫ সিসি, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার BS6 ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১৩.৮ বিএইচপি ক্ষমতা এবং ১৩.৪ এনএম টর্ক উৎপন্ন হয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন