Bajaj Pulsar 250: ছবি দেখলে শিহরিত হবেন আপনিও, 250 সিসি-র নতুন পালসারের প্রথম ঝলক প্রকাশ্যে
সোশ্যাল মিডিয়ায যেন বোম ফাটাল বাজাজ অটো (Bajaj Auto)। দিওয়ালির আগেই আত্মপ্রকাশ ঘটার কথা ছিল ২৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির...সোশ্যাল মিডিয়ায যেন বোম ফাটাল বাজাজ অটো (Bajaj Auto)। দিওয়ালির আগেই আত্মপ্রকাশ ঘটার কথা ছিল ২৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির সবচেয়ে শক্তিশালি ও বড় Pulsar বাইকের। সংস্থার তরফে এবার আনুষ্ঠানিকভাবে লঞ্চের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ব্র্যান্ড নিউ Bajaj Pulsar 250 লঞ্চ হচ্ছে। একইসঙ্গে নয়া Pulsar 250-এর একটি টিজার ভিডিও ইউটিউবে ছেড়েছে বাজাজ। তাতে আলো-আঁধারি পরিবেশে বহু প্রত্যাশিত কোয়ার্টার-লিটার বাইকটির প্রথম ঝলক দেখানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে ১০ লক্ষ বার।
টিজার ভিডিওটিতে ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে হৃদস্পন্দন বাড়ানো মিউজিক, সেইসঙ্গে ২০০১-এ আত্মপ্রকাশ করা প্রথম পালসার এবং তার পরবর্তী প্রজন্মের মডেলগুলির ব্যবহারকারীদের স্মৃতিচারণার মধ্যে দিয়ে নতুন পালসার ২৫০-এর বর্ণনার পটভূমি তৈরি করা হয়েছে। টিজার থেকে বাজাজ পালসার ২৫০-এর বাহ্যিক ডিজাইনের ধারনা পাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ফিচার নিশ্চিত করা গিয়েছে।
Bajaj Pulsar 250: এক্সটিরিয়র
বাহ্যিক ডিজাইনের ক্ষেত্রে, নতুন বাজাজ পালসার ২৫০-এর সাথে সেমি-ফেয়ার্ড পালসার ২৫০এফ-এর মিল থাকবে। এতে ফেয়ারিং-ফেসিং রিয়রভিউ মিরর, স্প্লিট সিট, এবং টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন পাওয়া যাবে। বাইকটির ইনস্ট্রুমেন্ট প্যানেল ফুল-ডিজিটাল হবে, যা পালসার পরিবারে এই প্রথম।
Bajaj Pulsar 250: ফিচার
টিজার থেকে জানা গিয়েছে,পালসার ২৫০-এ বুমেরাং স্টাইলের এলইডি ডিআরএল, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, ক্লিপ-অন হ্যান্ডেলবার, এবং পালসার লাইনআপের ট্রাডিশনাল টুইন স্ট্রিপ এলইডি টেল লাইট থাকতে চলেছে। এছাড়া ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে থাকবে বেলি প্যান।
Bajaj Pulsar 250: ইঞ্জিন
বাজাজ পালসার ২৫০-এর টিজারে ইঞ্জিনের ডিজাইনের এক ঝলক দেখা গিয়েছে। যদিও পাওয়ারট্রেনের ব্যাপারে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে, ২৪৯ সিসি ক্যাপাসিটির এই ইঞ্জিনের আউটপুট ২৬ পিএস ও ২২ এনএম হবে।