Bajaj Pulsar F250 নাকি Suzuki Gixxer SF 250? কোন স্পোর্টস বাইক কেনা বুদ্ধিমানের কাজ

অনেকের কাছেই ২৫০ সিসির বাইক অধিক প্রিয়। এর পেছনে তাদের যুক্তি এই জাতীয় বাইক যেমন দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ...
techgup 22 May 2023 12:54 PM IST

অনেকের কাছেই ২৫০ সিসির বাইক অধিক প্রিয়। এর পেছনে তাদের যুক্তি এই জাতীয় বাইক যেমন দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ তেমনভাবেই নিজের ইচ্ছামত দূরে কোথাও পাড়ি দিতে জুরি মেলা ভার। তার সাথে মেলে আদর্শ মাইলেজ। ভারতের বাজারে এমনিতেই ২৫০ সিসি সেগমেন্টে বিভিন্ন ধরনের বাইক কিনতে পারেন আপনি। তার মধ্যে অন্যতম সেরা দুই মডেল হল Pulsar F250 এবং Suzuki Gixxer SF 250। এই প্রতিবেদনে এই দুই স্পোর্টস বাইকের মধ্যে তুলনা রইল।

Bajaj Pulsar F250 vs Suzuki Gixxer SF 250: লুকস

২৫০ সিসির এই পালসার বাইকে ডিজাইন নিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছে বাজাজ। যদিও এফ২৫০ এর ডিজাইন কিছু কিছু ক্ষেত্রে Pulsar 220F এর থেকে অনুপ্রাণিত বলে মনে হতে পারে। সেমি ফেয়ারিং যুক্ত ডিজাইনের সঙ্গে প্রজেক্টর হেডল্যাম্প ও বড় এগজস্ট পাইপ যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সুজুকি জিক্সার এসএফ ২৫০ এর ফুল-ফেয়ারিং যুক্ত ডিজাইন কিন্তু পালসার এর তুলনায় অনেক বেশি স্পোর্টি লুকের অধিকারী।

Bajaj Pulsar F250 vs Suzuki Gixxer SF 250: স্পেসিফিকেশন

উভয় ক্ষেত্রেই অয়েল কুল্ড ২৪৯ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সুজুকি জিক্সার বাইকটির ইঞ্জিন থেকে ৯৩০০ আরপিএম গতিতে ২৬.০৫ এইচপি এবং ৭৩০০ আরপিএম গতিতে ২২.২ এনএম টর্ক উৎপন্ন হয়। এর সাথে রয়েছে ছয় ধাপযুক্ত গিয়ার বক্স। অন্যদিকে, পালসার এস ২৫০ এর ইঞ্জিনটি ৮৭৫০ আরপিএম গতিতে ২৪.৫ এইচপি শক্তি এবং ৬৫০০ আরপিএম গতিতে ২১.৫ এনএম টর্ক জেনারেট করতে পারে। এক্ষেত্রে সঙ্গে রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স।

Bajaj Pulsar F250 vs Suzuki Gixxer SF 250: ফিচার

আধুনিক বৈশিষ্ট্যের কথা বলতে হলে পালসার এফ ২৫০ এর মধ্যে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইটিং এবং ইউএসবি চার্জিং পোর্ট দেখতে পাওয়া যায়। অন্যদিকে, সুজুকি জিক্সার এসএফ ২৫০ বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এর সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি এবং সর্বত্রই এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।

Bajaj Pulsar F250 vs Suzuki Gixxer SF 250: দাম

জিক্সার এসএফ ২৫০ এর বেস মডেলের এক্স শোরুম মূল্য ১.৯২ লাখ টাকা। টপ মডেলটির ক্ষেত্রে খরচ হবে ২.০৩ লাখ টাকা (এক্স শোরুম)। অন্যদিকে এর তুলনায় অনেকটাই কম দামে কিনতে পাওয়া যায় বাজাজ পালসার এফ ২৫০। এর এক্স শোরুম মূল্য ১.৪১ লাখ টাকা থেকে শুরু করে ১.৫০ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। ফলে দামের বিচারে পালসারের এই মডেলটি কিনলে লাভবান হবেন গ্রাহকরা।

Show Full Article
Next Story