Pulsar N150: পুজোর বাজার কাঁপাতে 150 সিসির নতুন পালসার আনছে Bajaj, লঞ্চের আগেই ছবি ফাঁস

দু’তিনটি বাইক থেকে ডিজাইন ও হরেক যন্ত্রাংশ নিয়ে একটি পুরোদস্তুর নতুন মডেল বাজার আনার ক্ষেত্রে সিদ্ধহস্ত বাজাজ অটো (Bajaj...
SUMAN 26 Sept 2023 10:38 AM IST

দু’তিনটি বাইক থেকে ডিজাইন ও হরেক যন্ত্রাংশ নিয়ে একটি পুরোদস্তুর নতুন মডেল বাজার আনার ক্ষেত্রে সিদ্ধহস্ত বাজাজ অটো (Bajaj Auto)। অতীতেও যার একাধিক নিদর্শন দেখা গিয়েছে। যেমন Pulsar F250-এর নেকেড স্ট্রিটফাইটার ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে এসেছিল Pulsar N160। আলাদা বলতে শুধু ইঞ্জিন। তারপর আগমন কমিউটার স্টাইলের Pulsar P150-এর। এবারে পুণের সংস্থাটি Pulsar P150-এর প্ল্যাটফর্ম ব্যবহার করে লুকস পাল্টে ১৫০ সিসির নতুন মডেল Pulsar N150 লঞ্চ করতে চলেছে। সম্প্রতি ডিলারশিপে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাইকটির ছবি অনলাইনে ফাঁস হয়েছে। যা দেখে অনুমান, উৎসবের মরসুমে চাহিদার কথা মাথায় রেখে চলতি মাসেই বা অক্টোবরের শুরুতে Pulsar N150 অফিশিয়ালি লঞ্চ করতে পারে বাজাজ।

Bajaj Pulsar N150 খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে

Bajaj Pulsar N150 মোটরবাইকটি Pulsar P150-এর উপর ভিত্তি করে আসবে। তবে ডিজাইনের দিক থেকে Pulsar N160-র সঙ্গে মিল লক্ষ্য করা যাবে। যেমন টায়ার হাগার, সিঙ্গেল পিস গ্র্যাব রেল, স্লিম টেল সেকশন, এবং স্ট্রিটফাইটার স্টাইলের প্রোজেক্টর এলইডি হেডলাইট। আবার এতে Pulsar P150-এর আন্ডারবেলি এগজস্ট এবং কিক স্টার্ট লিভার বর্তমান।

Bajaj Pulsar N150

পারফরম্যান্সের জন্য Pulsar N150-তে Pulsar P150-র ১৪৯.৬৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থাকছে। যা থেকে ১৪.৫ পিএস শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ফাঁস হওয়া ছবিতে বাইকটিতে প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক এবং সামনে ডিস্ক ব্রেক দেখা গিয়েছে। পিছনে ডিস্ক/ড্রাম ব্রেক অপশন থাকবে। যদিও এই প্রসঙ্গে অফিশিয়ালি এখনও কোন নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি।

এছাড়া, Bajaj Pulsar N150-তে থাকছে N160-র সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যাতে উপলব্ধ রয়েছে ক্লক, রিয়েল টাইম ও অ্যাভারেজ মাইলেজ মিটার, ট্যাঙ্কে অবশিষ্ট জ্বালানিতে কত দূর পথ ছুটতে পারবে তার পরিমাপ সহ অন্যান্য তথ্য। N150 সিঙ্গেল চ্যানেল এবিএস, সিঙ্গেল পিস সিট এবং অ্যালয় হুইল অফার করবে। ছবিতে শুধু লাল রং দেখা গেলেও অন্যান্য কালার অপশনও উপলব্ধ হবে বলে অনুমান।

অনুমান করা হচ্ছে, Pulsar P150-র চাইতে N150-র দাম ২,০০০ টাকা বেশি ধার্য করা হতে পারে। ১৫০ সিসি স্ট্রিটফাইটার মোটরসাইকেলের বাজারে বাজাজ নিজেদের দখল বাড়াতে চাইছে। N150 বাজারে Yamaha FZ S V3-এর সাথে টক্কর নেবে। ১৫০ সিসিতে ক্রেতাদের এটি স্পোর্টি মডেলের স্বাদ দেবে।

Show Full Article
Next Story