Bajaj নাকি Hero, কোন সংস্থার 200 সিসি মোটরসাইকেল সেরা
Bajaj Pulsar NS200 সম্প্রতি একঝাঁক নতুন ফিচার্সে সজ্জিত হয়ে ভারতে লঞ্চ হয়েছে। নতুন সংস্করণের দাম রাখা হয়েছে ১,৫৭,৪২৭...Bajaj Pulsar NS200 সম্প্রতি একঝাঁক নতুন ফিচার্সে সজ্জিত হয়ে ভারতে লঞ্চ হয়েছে। নতুন সংস্করণের দাম রাখা হয়েছে ১,৫৭,৪২৭ টাকা (এক্স-শোরুম)। পাশাপাশি বাজাজ অটো তাদের NS রেঞ্জের আরও দুটি মডেলও আপডেট দিয়েছে – Pulsar NS160 ও Pulsar NS125। বিগত ক'মাসে, ২০০ সিসি পালসারকে জোর টক্কর দিচ্ছে TVS Apache RTR 200 4V ও Hero Xtreme 200S 4V। আজকের এই প্রতিবেদনে আলোচনার বিষয় Pulsar NS200 ও Xtreme 200S 4V-এর মধ্যে সেরা কে। অথবা ইঞ্জিনের ক্ষমতা ও দামের বিচারে কোনটি ‘ভ্যালু ফর মানি’? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মোটরসাইকেল দুটির মধ্যে তুলনা তুলে ধরা হল।
Bajaj Pulsar NS200 vs Hero Xtreme 200S 4V – স্পেসিফিকেশন
এগিয়ে চলার শক্তি জোগাতে Bajaj Pulsar NS200-এ উপস্থিত একটি ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। ৬-স্পিড ট্রান্সমিশন যুক্ত E20 (৮০% পেট্রোল ও ২০% ইথানলে চলতে সক্ষম) ইঞ্জিন থেকে ৯,৭৫০ আরপিএম গতিতে ২৪.১৩ বিএইচপি ক্ষমতা ও ৮,০০০ আরপিএম গতিতে ১৮.৭৪ এনএম টর্ক উৎপন্ন হবে।
অন্যদিকে, Hero Xtreme 200S 4V-এর ১৯৯.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার পাওয়ারট্রেন থেকে পাওয়া যায় ৮,৫০০ আরপিএম গতিতে ১৮.৮ বিএইচপি শক্তি ও ৬,৫০০ আরপিএম গতিতে ১৭.৩৫ এনএম টর্ক। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে ৫-গতির গিয়ারবক্স। অর্থাৎ বোঝাই যাচ্ছে শক্তি ও টর্ক, উভয় ক্ষেত্রেই Pulsar NS200 এগিয়ে।
Bajaj Pulsar NS200 vs Hero Xtreme 200S 4V – দাম
এবারে আসা যাক দামের তুলনায়। নতুন লঞ্চ হওয়া আপডেটেড Bajaj Pulsar NS200-এর দাম ১.৫৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে Hero Xtreme 200S 4V কিনতে খরচ পড়ে ১.৪১ লাখ টাকা (এক্স-শোরুম)। তাই বাজেট কম থাকলে হিরোর বাইকটি নেওয়া যেতে পারে। কিন্তু হাই-পারফরম্যান্স চাইলে পালসারই সেরা।