2022 সালে Pulsar 250 সিরিজ লঞ্চের পর থেকেই নতুন ডিজাইনের একাধিক পালসার বাইক বাজারে নিয়ে এসেছে Bajaj। যেমন Pulsar N160, N150, ও P150। এগুলির প্রতিটির ইঞ্জিন ক্যাপাসিটি 150 সিসির বেশি। তবে এবার নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনুসরণ করে 125 সিসির পালসার তৈরি করছে সংস্থা। যার নাম Pulsar N125। অনেকদিন ধরেই বাইকটির টেস্টিং চলবে এবং এখন এটির নতুন স্পাই ছবি ফাঁস হয়েছে। পুণের কাছে Bajaj Pulsar N125 রোড টেস্টিংয়ে দেখা গিয়েছে।
নতুন বাজাজ পালসার N125 দেখতে স্লিক এবং অন্যান্য পালসার বাইকের তুলনায় কম্প্যাক্ট। এতে এলইডি হেডলাইট, শ্রাউড সহ মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট, ও সিঙ্গেল-পিস গ্র্যাব রেল থাকছে। রাইডার কমফোর্টের প্রসঙ্গে এলে, মিড-সেট ফুটপেগের সৌজন্যে এতে আপরাইট রাইডিং পোশ্চার থাকবে। স্পোর্টি স্টাইল বাড়াতে রয়েছে আন্ডারবেলি এগজস্ট।
বাজাজ এই বাইকটির ক্ষেত্রে 125 সিসির নতুন ইঞ্জিন ব্যবহার করতে পারে। যা এই সেগমেন্টে এগজিস্টিং ইঞ্জিনের থেকে একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড হতে চলেছে। TVS Raider 125, Hero Xtreme 125R, ও Honda SP 125-এর থেকে এগিয়ে থাকা রিফাইন্ড এবং আরও পাওয়ারফুল ইঞ্জিন রাখার পিছনে মূল উদ্দেশ্য হতে পারে।
হার্ডওয়্যার সেটআপের মধ্যে, মোটরসাইকেলটিতে টেলিস্কোপিক ফর্ক ও মনোশক সাসপেনশন দেখা যাবে। সেফটি ও সুবিধার জন্য মিলবে লেগ গার্ড ও সেন্টার স্ট্যান্ড। চাকা 17 ইঞ্চির বলে মনে হচ্ছে৷ নতুন Bajaj Pulsar N125 আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়। দাম 1 লাখের (এক্স-শোরুম) কাছাকাছি হওয়ার সম্ভাবনা।