মোটরসাইকেল বেচে রেকর্ড মুনাফা Bajaj এর, কোন মডেল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জানেন?
২০২২-২৩ অর্থবর্ষের সদ্য সমাপ্তি ঘটেছে। একে একে বিভিন্ন অটোমোবাইল সংস্থা গোটা বছরে নিজেদের বিক্রিবাটা ও আয়-ব্যায়ের...২০২২-২৩ অর্থবর্ষের সদ্য সমাপ্তি ঘটেছে। একে একে বিভিন্ন অটোমোবাইল সংস্থা গোটা বছরে নিজেদের বিক্রিবাটা ও আয়-ব্যায়ের পরিসংখ্যান নিয়ে হাজির হচ্ছে। এবারে যেমন বাজাজ অটো (Bajaj Auto) তাদের যানবাহন বেচাকেনার পরিমাণ জানিয়েছে। বিগত অর্থবর্ষে কোম্পানি ৫,৬২৮ কোটি টাকার নিট লাভ দেখেছে। যা আগের অর্থবর্ষের তুলনায় ১২% বেশি এবং এখনও পর্যন্ত সর্বাধিক।
Bajaj Auto এর আয় ১০% বাড়লো
গত অর্থবর্ষে বাজাজ গাড়ি বিক্রি করে আয় করেছে ৩৬,৪২৮ কোটি, যা ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ১০% বেশি। বর্তমানে বাজাজের পোর্টফোলিওতে পালসার মডেলের ছড়াছড়ি। ১১টি পালসারের কাঁধে ভর করে বাজারে নিজেদের জনপ্রিয়তায় শান দিয়ে চলেছে দেশীয় সংস্থাটি। ফলে বর্তমানে বাজাজের সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড হিসেবে আবারও উঠে এসেছে পালসারের নাম।
Bajaj-এর বিক্রিতে কোন মডেলের কতটা অবদান
২০২২-এর এপ্রিল থেকে ২০২৩-এর মার্চ পর্যন্ত বাজাজ সমগ্র বিশ্বে ৭৫-১১০ সিসি সেগমেন্টে মোট ৬,০০,৯৬৩টি মোটরসাইকেল বিক্রি করেছে। উক্ত সেগমেন্টের মডেলগুলির মধ্যে রয়েছে – Bajaj Boxer, CT, Discover ও Platina। অন্যদিকে, ১১০-১২৫ সিসি ইঞ্জিন যুক্ত বাইক বেচেছে ৬,৭৬,৫৯৩ ইউনিট। এই মডেলগুলি হল – Bajaj CT, Discover, Husqvarna, KTM ও Platina। এক বছর আগে যা ৪,৫৮,৮৮০ ইউনিটে দাঁড়িয়েছিল। ফলে গত অর্থবর্ষে এই ইঞ্জিন ক্যাপাসিটি সেগমেন্টের বিক্রিবাটায় ৪৭.৪৪ শতাংশ জোয়ার প্রত্যক্ষ করেছে বাজাজ।
এছাড়া, ২০২২-২৩ আর্থিক বছরে Bajaj Pulsar CT 150 মোটরসাইকেলগুলির ২,০৯,৭১৫ ইউনিট বিক্রি হয়েছে। আর একই সময় ১৫০-২০০ সিসি ইঞ্জিন যুক্ত টু হুইলার মোট ২,১৭,০৭৩ ক্রেতার মুখ দেখেছে। প্রসঙ্গত, ব্রিটিশ ব্র্যান্ড Triumph এর সঙ্গে হাত মিলিয়ে এ বছর একজোড়া নতুন মোটরসাইকেল ভারত সহ আর্ন্তজাতিক বাজারে লঞ্চ করবে বাজাজ।