Bajaj অতীতের ভুল ত্রুটি শুধরে একদম সস্তায় নতুন ধরনের বাইক নিয়ে আসছে, লঞ্চের সময় জানাল
ভারতে ইদানিং বিভিন্ন পারফরম্যান্স নির্ভর স্টাইলিশ মোটরবাইকের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী হলেও, প্রতি মাসে বিক্রির শীর্ষস্থান...ভারতে ইদানিং বিভিন্ন পারফরম্যান্স নির্ভর স্টাইলিশ মোটরবাইকের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী হলেও, প্রতি মাসে বিক্রির শীর্ষস্থান কিন্তু সেই ‘কমিউটার’ সেগমেন্টের কব্জায়। আজও দেশের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল Hero Splendor সিরিজ। নিত্যদিন কম খরচে এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে বেড়ানোর জন্য এই বাইকের জুড়ি মেলা ভার। কমিউটার সেগমেন্টে হিরো ও হোন্ডার একচ্ছত্র আধিপত্য দেখে এবার দেশীয় টু-হুইলার নির্মাতা বাজাজ (Bajaj) নড়েচড়ে বসেছে। বর্তমানে সংস্থার ঝুলিতে CT 100X, Platina 110 ও Platina 100 এর মতো কমদামী মোটরসাইকেল রয়েছে। কিন্তু বিক্রি আহামরি নয়। তাই এখন ১২৫ সিসির নীচে নতুন চমকদার টু-হুইলার লঞ্চের পরিকল্পনা প্রকাশ করেছে বাজাজ। যা ভিন্ন ধরনের হবে বলে আশা করা হচ্ছে।
নতুন মডেলটি অতীতের ভুল ত্রুটি শুধরে গ্রাহকদের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে পারবে বলেই আশা করছে তারা। সম্প্রতি তাদের বার্ষিক সাধারণ বৈঠকে সংস্থাটি জানিয়েছে, এবারে তাদের লক্ষ্য ‘AI’, অর্থাৎ ‘অ্যাফোরডেবল ইনস্পিরেশন’। যার অর্থ ‘সাশ্রয়ী মূল্যের অনুপ্রেরণা’। অর্থাৎ সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতে বাইকটি তুলে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। সংস্থাটি আরও জানিয়েছে, ১২৫ সিসির কম আয়তনের ইঞ্জিন সহ মডেলটি ২০২৩-২৪ অর্থবর্ষে বাজারে আসবে। অর্থাৎ আগামী বছরের ৩১ মার্চের পর।
বর্তমানে কমিউটার সেগমেন্টে Hero MotoCorp ও Honda Motorcycles and Scooters India (HMSI)-এর একচ্ছত্র আধিপত্য। তাদের সাথে টক্কর নিতেই বাজাজের লক্ষ্য এবার ১২৫ এর কম সিসির দু'চাকার উপরে গিয়ে পড়েছে। এখন উক্ত সেগমেন্টে তারা তিনটি বাইক বিক্রি করে – Bajaj Platina 110, Platina 100 ও CT 110X। বিক্রিতে প্ল্যাটিনা সচল থাকলেও, সিটি ধুঁকছে। গত মাসে Platina Twins মোট ২৭,৭৩২ জন নতুন গ্রাহকের মুখ দেখায় দেশের সর্বাধিক বিক্রিত বাইকের তালিকার একাদশতম স্থানটি দখল করেছে। কিন্তু গত বছর ওই সময়ের তুলনায় বেচাকেনায় ৩৬% পতন ঘটেছে। যদি এই পতনের ধারা বজায় থাকে তবে আগামীতে প্ল্যাটিনার ভবিষ্যৎ সিটির মতো হয়ে উঠতে বিশেষ সময় লাগবে না।
হিরো মোটোকর্প গত মাসে ২,৪২,৩৫৮ ইউনিট Splendor ও ১,১৩,১৫৫টি HF বিক্রি করায়, ‘ফার্স্ট বয়’ হয়ে সাফল্যের আনন্দ উপভোগ করছে। যা দেখে ‘ঈর্ষান্বিত’ বাজাজ। হিরো ও হোন্ডার বিক্রিতে রাশ টানতে তাই কোমর বেঁধে লেগেছে বাজাজ। যদি এদের থেকে কম করে ৫০,০০০ গ্রাহক নিজের জিম্মায় আনতে পারে তারা, সে ক্ষেত্রেও একটি বড় কৃতিত্ব হিসেবেই ধরা হবে। সংস্থাটি তাদের নতুন মডেলের বিষয়ে জানিয়েছে এটি হবে একটি ‘অপ্রতিরোধ্য’ টু-হুইলার। তবে সংস্থাটি একবারও জানায়নি আসন্ন মডেলটি আদৌ একটি বাইক নাকি স্কুটার। তাই সেটি একটি স্কুটার হতে পারে। আবার সেটি যে তাদের লেজেন্ডারি চেতকের নতুন ভার্সন হবে, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।