Bajaj-এর দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার বাজারে আসবে এ বছর, বিক্রি হতে পারে বিভিন্ন দেশে

এ বছর Bajaj Auto তাদের দ্বিতীয় দু’চাকা বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে চলেছে। তবে এটি Chetak ব্র্যান্ডের অধীনে বাজারে আসবে না। ইলেকট্রিক স্কুটার ও বাইসাইকেল ভাড়া…

এ বছর Bajaj Auto তাদের দ্বিতীয় দু’চাকা বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে চলেছে। তবে এটি Chetak ব্র্যান্ডের অধীনে বাজারে আসবে না। ইলেকট্রিক স্কুটার ও বাইসাইকেল ভাড়া দেওয়া সংস্থা তথা Bajaj-এর মাইক্রো মোবিলিটি পার্টনার Yulu-র জন্য তৈরি করা হবে সেটি। যারা কম খরচে শহরাঞ্চলে স্বল্প দূরত্বের যাতায়াতের মাধ্যম হিসাবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

রিপোর্ট অনুযায়ী, Yulu-র আপকামিং ব্যাটারি পরিচালিত স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ৪০ কিলোমিটার হবে। অর্থাৎ সেটি চালানোর জন্য হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে। আবার রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস বা আরটিও-তে নথিভুক্তির প্রয়োজন পড়বে।

Yulu-র কাছে বর্তমানে যে ই-স্কুটারগুলি রয়েছে, তা চালানোর জন্য অবশ্য উপরের কোনওটার প্রয়োজন হয় না। কারণ তারা প্রতি ঘন্টায় সর্বাধিক ২৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে। কম গতিসম্পন্ন হওয়ার ফলে লাইসেন্স দরকার হয় না। তবে আপকামিং মডেলটি ব্যক্তিগত ব্যবহার নাকি ব্যবসায়িক উদ্দেশ্যে আনা হবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে জল্পনা শোনা যাচ্ছে যে, এটি ডেলিভারি সেগমেন্টের জন্য বা বি-টু-বি পণ্য হিসাবে বাজারে আনা হবে। যদিও উভয় সংস্থার তরফে এ বিষয়ে এখনও স্পষ্ট বার্তা মেলেনি।

আশা করা যায় যে Yulu-র জন্য লঞ্চ করা বিদ্যুৎচালিত স্কুটারটি ভিন্ন নামে বিদেশের বাজারে বিক্রি করা হবে। কারণ Bajaj-এর এক্সপোর্ট মার্কেট অনেক বড়। বিদেশে প্রচুর চাহিদা তাদের মডেলের। সংস্থার একমাত্র ই-স্কুটার হিসাবে এখন Chetak উপলব্ধ এ দেশে। এটি প্রিমিয়াম মডেল এবং দাম ১ লাখের উপরে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন