Bajaj-Triumph Scrambler ফাঁকা মাঠে গোল দিতে হাজির, টেক্কা দেবে এমন কোনও বাইক নেই দেশে!

৩৫০-৫০০ সিসি সেগমেন্টে বিশ্বব্যাপী ক্রেতাদের উন্মাদনা প্রত্যক্ষ করে ব্রিটেনের প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা ট্রায়াম্ফ...
SUMAN 7 July 2023 2:34 PM IST

৩৫০-৫০০ সিসি সেগমেন্টে বিশ্বব্যাপী ক্রেতাদের উন্মাদনা প্রত্যক্ষ করে ব্রিটেনের প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা ট্রায়াম্ফ (Triumph) ভারতে Speed 400 মোটরসাইকেল লঞ্চ করেছে। এটি তাদের সবচেয়ে সস্তা মডেল। রোডস্টার মডেলটির পাশাপাশি একটি স্ক্র্যাম্বলার বাইক লঞ্চের কথা ঘোষণা করেছে তারা। যার নাম – Triumph Scrambler 400X। যদিও এর দাম এখনই জানায়নি ট্রায়াম্ফ। এ বছর অক্টোবর অর্থাৎ পুজোর সময় মূল্য ঘোষণা করা হবে বলে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে।

২,০০০ টাকার বিনিময়ে মোটরসাইকেলটির অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে। আবার বুকিং ক্যানসেল করালে, এই অর্থ পুরোটাই ফেরতযোগ্য বলে জানিয়েছে ট্রায়াম্ফ। এখানে জানিয়ে রাখি, উপরিউক্ত দুটি বাইকই বাজাজ অটো (Bajaj Auto)-র সাথে যৌথভাবে তৈরি করেছে ট্রায়াম্ফ। এগুলি বাজাজের চাকানের কারখানায় তৈরি হচ্ছে।

Triumph Scrambler 400X : ডিজাইন ও ডাইমেনশন

ডিজাইনার দিক থেকে স্ক্র্যাম্বলার ৪০০এক্স সংস্থার Scrambler 900 ও 1200-এর থেকে অনুপ্রাণিত হয়ে এসেছে। এতে দেওয়া হয়েছে টু-পিস সিট। মাটি থেকে যার উচ্চতা ৮৩৫ মিমি। যেখানে Speed 400-এর স্যাডেল হাইট ৭৯০ মিমি। স্ক্র্যাম্বলার মডেলটিতে দেওয়া হয়েছে একটি দীর্ঘ ট্রাভেল সাসপেনশন এবং হ্যান্ডেলবারে নাকেল গার্ড। এর দৈহিক ওজন ১৮৫ কেজি, যা Speed 400-এর থেকে ৯ কেজি বেশি। বাইকটি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ২১৫৪ মিমি, ৯০১ মিমি, ১১৬৯ মিমি ও ১৪১৮ মিমি।

Triumph Scrambler 400X : হার্ডওয়্যার

Scrambler 400X-এ স্ক্র্যাম্বলার লুক আরও বেশি করে ফুটিয়ে তুলতে এতে দেওয়া হয়েছে ১৯ ইঞ্চি ফ্রন্ট এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইল। এর সাথে সামনে ও পেছনে আছে যথাক্রমে ১০০/৯০ সেকশন ও ১৪০/৮০ সেকশন ডুয়েল-পারপাস টায়ার। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ও পেছনে যথাক্রমে ৩২০ মিমি ও ২৩০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত। আবার অফ-রোড রাইডিংয়ে উন্নত নিয়ন্ত্রণ পেতে এবিএস নিষ্ক্রিয় করে রাখার ব্যবস্থা রয়েছে এতে।

Triumph Scrambler 400X : ফিচার্স ও পাওয়ারট্রেন

Triumph Scrambler 400X-এর ফিচার্সের তালিকায় উপস্থিত রাইড-বাই-ওয়্যার, অল এলইডি লাইটিং সেটআপ ও সুইচেবল ট্রাকশন কন্ট্রোল। সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ এসেছে বাইকটি। যেখানে ডুয়েল ওডোমিটার, ফুয়েল লেভেল, গিয়ার ইন্ডিকেটর সহ ইত্যাদি তথ্য ভেসে উঠবে। মোবাইল ফোন চার্জ করানোর জন্য এতে দেওয়া হয়েছে ইউএসবি সি পোর্ট।

Triumph Speed 400-এর মতোই Scrambler 400X-ও একটি ৩৯৮ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৬৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টক উৎপন্ন হবে। অ্যাসিস্ট ক্লাচ যুক্ত ইঞ্জিনের সাথে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স।

Show Full Article
Next Story