বাইকের বুকিং 17,000 ছাড়াল, Bajaj-Triumph জুটির বাজিমাতে শঙ্কায় Royal Enfield

Triumph Speed 400 লঞ্চ করার পর থেকে ভারতের মাঝারি ওজনের প্রিমিয়াম মোটরসাইকেলের দুনিয়ায় কার্যত ঝড় উঠেছে। সংস্থার...
SUMAN 27 July 2023 12:57 PM IST

Triumph Speed 400 লঞ্চ করার পর থেকে ভারতের মাঝারি ওজনের প্রিমিয়াম মোটরসাইকেলের দুনিয়ায় কার্যত ঝড় উঠেছে। সংস্থার শোরুমগুলিতে উপচে পড়ছে ভিড়। ট্রায়াম্ফের সাথে যৌথ উদ্যোগে বাইকটি লঞ্চ করার পরই যে এটি ক্রেতামহলে ধামাকা সৃষ্টি করবে, তা হয়তো বাজাজ অটো (Bajaj Auto)-র কল্পনাতেও আসেনি। এবার Triumph Speed 400 ও Scrambler 400X-এর ১৭,০০০ বুকিং পাওয়ার কথা ঘোষণা করল সংস্থা। যদিও দ্বিতীয় মডেলটির দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি। অক্টোবরে তা ঘোষণা হবে।

Triumph Speed 400 ও Scrambler 400X-এর বুকিং ১৭,০০০ পার করল

এদিকে গতকালই বাজাজ পুণেতে তাদের চাকানের কারখানা থেকে Triumph Speed 400-এর প্রথম লট তৈরি হয়ে বেড়নোর কথা ঘোষণা করেছে। আবার কথা মতো এই মাস থেকেই বাইকটির ডেলিভারি শুরু করা হবে। বর্তমানে বাইকটি বুকিং করতে লাগছে ১০,০০০ টাকা। যার পুরোটাই ফেরতযোগ্য বলে দাবি করা হয়েছে।

যে সমস্ত ক্রেতা ইতিমধ্যেই বুকিং করেছেন সংস্থার তরফে তাদেরকে Speed 400 কেনার বাকি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হবে। এরপরই চাবি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে বলে। আবার ট্রায়াম্ফের সমস্ত শোরুমে ক্রেতারা বাইকটি টেস্ট রাইড করে দেখার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, Triumph Speed 400-তে রয়েছে একটি ৩৯৮.১৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। শর্ট স্ট্রোক সেটআপ যুক্ত ইঞ্জিনে মিলবে ৬-গতির গিয়ারবক্সের সুবিধা। এছাড়া রয়েছে ট্রাকশন কন্ট্রোল, ডুয়েল চ্যানেল এবিএস, ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সাথে ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ও পেছনে ডিস্ক ব্রেক উপস্থিত। ট্রায়াম্ফের সবচেয়ে সস্তার মডেলটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে – Royal Enfield Classic 350 ও নতুন লঞ্চ হওয়া Harley-Davidson X440।

Show Full Article
Next Story