রয়্যাল এনফিল্ডের মাথায় হাত! Bajaj-Triumph বাইক কিনতে ভিড় উপচে পড়ছে, 10000 বুকিং এর মধ্যেই

ট্রায়াম্ফ (Triumph) ও বাজাজ অটো (Bajaj Auto) যৌথ উদ্যোগে গত সপ্তাহে ভারতে তাদের একজোড়া ৪০০ সিসি মোটরসাইকেল লঞ্চ করেছে।...
SUMAN 10 July 2023 11:01 AM IST

ট্রায়াম্ফ (Triumph) ও বাজাজ অটো (Bajaj Auto) যৌথ উদ্যোগে গত সপ্তাহে ভারতে তাদের একজোড়া ৪০০ সিসি মোটরসাইকেল লঞ্চ করেছে। এগুলি হল – Triumph Speed 400 and Scrambler 400X। উল্লেখ্য গত ২৭ জুন বিশ্ববাজারে মডেল দুটি উন্মোচিত হয়েছিল। তার ১০ দিনের মধ্যেই মডেল দুটি ১০,০০০ ইউনিট বুকিং পার করেছে বলে জানালো ট্রায়াম্ফ।

Triumph-Bajaj-এর বাইক লঞ্চের ক’দিনেই ১০,০০০ ইউনিট বুকিং পার করল

ভারতে Bajaj-Triumph Speed 400-এর দাম ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। জুলাইয়ের শেষ থেকে এর ডেলিভারি শুরুর কথা জানিয়েছে সংস্থাদ্বয়। এদিকে Scrambler 400X-এর দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। যা অক্টোবরে অর্থাৎ পুজোর আগের মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কোম্পানি।

Bajaj-Triumph Speed 400 আদতে একটি মডার্ন-রেট্রো স্ট্রিট নেকেড মোটরসাইকেল। ডিজাইনের দিক থেকে অনেকাংশেই এটি Speed Twin 900-কে অনুসরণ করেছে। যেখানে Triumph Scrambler 400X হচ্ছে একটি পুরোদমে স্ক্র্যাম্বলার বাইক। যে কারণে এতে দেওয়া হয়েছে বৃহত্তর ফ্রন্ট হুইল এবং ডুয়েল পারপাস টায়ার। Scrambler 900-এর সাথে এর ডিজাইনের মিল লক্ষ্য করা যায়। উভয় বাইকে উপস্থিত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফুল এলইডি লাইটিং এবং ডুয়েল চ্যানেল এবিএস।

দুটি মোটরসাইকেলে দেওয়া হয়েছে একটি ৩৯৮ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার TR-সিরিজ ইঞ্জিন। এটি ইউরো-৫ নির্গমন বিধি পালন করে এসেছে। ইঞ্জিনটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৪০ এইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক উৎ উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স।

এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে Bajaj-Triumph Speed 400-এর অন-রোড প্রাইস ৩.৩৮ লক্ষ টাকা বলে একটি স্ক্রিনশটে দাবি করা হয়েছিল। যদিও ফাঁস হওয়া স্ক্রিনশটটি ভুয়ো বলে জানায় বাজাজ। সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এখনও পর্যন্ত তারা তাদের এই মোটরসাইকেলের অন-রোড মূল্য প্রকাশ করেনি। আজ অর্থাৎ ১০ জুলাই জানানো হবে।

Show Full Article
Next Story