Hero MotoCorp থেকে Bajaj, বাজার গরম করতে জুনে লঞ্চ হল যে ছয়টি দুর্দান্ত মোটরসাইকেল

জুন পেরিয়ে বছরের দ্বিতীয়ার্ধে পা রাখলাম আমরা। আর গত মাসে আত্মপ্রকাশ করা মোটরসাইকেলের সংখ্যা কিন্তু নেহাতই কম নয়।...
techgup 2 July 2022 12:40 PM IST

জুন পেরিয়ে বছরের দ্বিতীয়ার্ধে পা রাখলাম আমরা। আর গত মাসে আত্মপ্রকাশ করা মোটরসাইকেলের সংখ্যা কিন্তু নেহাতই কম নয়। স্ক্র্যাম্বলার থেকে শুরু করে কমিউটার, স্পোর্টস, অ্যাডভেঞ্চার ও নেকেড এই সবকটি সেগমেন্টেই নতুন মডেল বাজারে এসেছে। এই তালিকায় যেমন বাজাজ বা হিরোর মত কমদামী বাইক রয়েছে তেমনি কাওয়াসাকি বা ডুকাটির মত প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেলও আছে।দাম ভিন্ন ভিন্ন হলেও প্রতিটি মডেলই তার সেগমেন্টে পারফরম্যান্স সেরা।

Bajaj Pulsar N160

নেকেড বাইক সেগমেন্টে গত মাসে সবচেয়ে বেশি আলোচিত ছিল Bajaj Pulsar N160। প্রত্যাশামতোই এর বাহ্যিক গঠন হুবহু তার বড় ভাই ২৫০ সিসির N250- এর মত। শক্তিশালী ১৬৪.৮২ সিসি, অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন দ্বারা পরিচালিত বাইকটি। পার ম্যাক্সিমাম পাওয়ার ১৫.৬৮ বিএইচপি এবং টর্ক ১৪.৬৫ এনএম। বাইকটি সিঙ্গেল চ্যানেল ও ডুয়েল চ্যানেল অপশনে উপলব্ধ। কলকাতায় দাম শুরু হচ্ছে ১,২৫,৮২৪ টাকা থেকে( এক্স শোরুম)।

Hero Passion Plus X-TEC

গত মাসে লঞ্চ হওয়া হিরো মটোকর্প-এর XTec সিরিজের পঞ্চম মডেল হল Passion Plus XTec। এই কমিউটার বাইকে ১১০ সিসির নতুন এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ৭,৫০০ আরপিএম গতিতে ৯ এইচপি ক্ষমতা এবং ৫,০০০ আরপিএম গতিতে ৯.৭৯ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়াও এই বাইকে একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে যেমন- নতুন ফুল ডিজিটাল ব্যাকলিট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ফুল এলইডি হেডল্যাম্প, মোবাইল চার্জার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ এবং কম্বাইন্ড বেকিং সিস্টেম। কলকাতায় ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৫,১৯০ টাকা ও ৭৯,০৯০ টাকা (এক্স শোরুম)।

2022 Kawasaki Ninja 400

ইউরোপের মার্কেটে আত্মপ্রকাশ করার পর অবশেষে গত মাসে ভারতের বাজারে নতুন আপডেট নিয়ে লঞ্চ হয়েছে Kawasaki Ninja 400 স্পোর্টস বাইক হিসেবে সমগ্র বিশ্বজোড়া এর খ্যাতি। এই বাইকটি তার পূর্ববর্তী ভার্সনের থেকে বেশ কিছু বৈশিষ্ট্য সমান রাখলেও কারিগরির দিক থেকে কিছু নতুন আপডেট নজরে আসে। ৩৯৯ সিসি লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন এর চালিকা শক্তি যোগায় যা এখন বিএস-৬ নির্গমন বিধি মেনে তৈরি৷ অর্থাৎ কম দূষণ ছড়াবে। ইঞ্জিনের আউটপুট যথাক্রমে ১১,০০০ আরপিএম গতিতে ৩৮.৮৮ বিএইচপি এবং ১০,০০০ আরপিএম গতিতে ২৬.১ এনএম। ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত এই বাইকে স্লিপার এন্ড আসিস্ট ক্লাচ দেওয়া হয়েছে

Kawasaki Versys 650

কাওয়াসাকি-র লেটেস্ট অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক হিসাবে গত মাসে ভারতে লঞ্চ হয়েছে Versys 650। যদিও এই বাইকটি অল্প কিছু প্রিমিয়াম আপডেট নিয়ে বাজারে অবতীর্ণ হয়েছে, তবুও পূর্ববর্তী মডেলের থেকে নতুন মডেলে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। যেমন এই প্রথমবার বাইকটি কাওয়াসাকি ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি, তীক্ষ্ণ ফ্রন্ট কাউল, এবং একটি অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড পেয়েছে।

বাইকটির প্রাণভোমরা হল ৬৪৯ সিসির লিকুইড কুল্ড প্যারালাল ইঞ্জিন, যার সর্বোচ্চ ক্ষমতা ৬৫.৭ বিএইচপি এবং টর্ক ৬১ এনএম। গিয়ারের সংখ্যা ছয়। ডুয়েল বাইকটির সর্বাধিক গতি ঘন্টায় ১৯৯ কিমি। ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি ২১ লিটার। এক্স শোরুম মূল্য ৭.৩৬ লাখ থেকে শুরু।

Ducati Scrambler Urban Motard

স্ক্রাম্বলার আরবান মোটার্ড চলতি বছর ডুকাটির পঞ্চম নতুন মডেল৷ দাম রাখা হয়েছে ১১.৪৯ লাখ টাকায়( এক্স শোরুম)। ১৮৯ কেজি ওজনের এই বাইকটিতে হাইড্রোলিক স্লিপার ক্ল্যাচ এবং সেল্ফ-সার্ভো ওয়েট মাল্টি-প্লেট ক্ল্যাচ-সহ রয়েছে ৮০৩ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন‌ যার ক্ষমতা ৭১.৮৭ বিএইচপি এবং ৬৬.২ এনএম। ৬ স্পিড ট্রান্সমিশন যুক্ত এই বাইকটির টপ স্পিড অনেকটাই বেশি- ২৯৯ কিমি/ঘন্টা। সেফটি ফিচার হিসাবে ডুয়েল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক বর্তমান।

TVS Radeon

জুনের অন্তিম দিনে লঞ্চ হয়েছে নতুন রেডিয়ন। নয়া মডেলটির নাম রাখা হয়েছে TVS Radeon Refresh। ১০৯.৭ সিসি এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত এই বাইকে রয়েছে ৪ স্পিড গিয়ার বক্স। ইঞ্জিনে সর্বোচ্চ ৮.০৮ বিএইচপি পাওয়ার ও ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। জ্বালানি সাশ্রয় করার জন্য এতে রয়েছে ইন্টেলিগো স্টার্ট/স্টপ সিস্টেম। নতুন আপডেটের মধ্যে সবার প্রথমে সেগমেন্ট ফার্স্ট মাল্টি কালার রিভার্স এলসিডি ক্লাস্টার, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরের কথা বলতে হয়। বাইকটি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দাম শুরু ৫৯,৯২৫ টাকা( এক্স শোরুম) থেকে।

Show Full Article
Next Story