মধ্যবিত্তের জন্য দারুণ খবর, এবার পেট্রল বা ডিজেল ছাড়াই চালাতে পারবেন গাড়ি-বাইক

ভারতে বিকল্প জ্বালানির প্রতি তৎপরতার মুহূর্তে ব্যাটারি চালিত যানবাহন বর্তমানে লাইম লাইটে রয়েছে। বিকল্প জ্বালানি হিসেবে...
SUMAN 27 Jun 2023 6:35 PM IST

ভারতে বিকল্প জ্বালানির প্রতি তৎপরতার মুহূর্তে ব্যাটারি চালিত যানবাহন বর্তমানে লাইম লাইটে রয়েছে। বিকল্প জ্বালানি হিসেবে আবার ইথানলের জনপ্রিয়তাও নেহাত কম নয়। এদেশের রাস্তায় শীঘ্রই পুরোদস্তুর ইথানল চালিত গাড়ি এবং টু-হুইলারের দেখা মিলবে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী ইথানল চালিত ভেহিকেল নিয়ে এমনটাই বললেন। তিনি জানান, এ বছর আগস্ট ভারতে Toyota Camry লঞ্চ হতে চলেছে। যা কিনা ১০০ শতাংশ সম্পূর্ণ ইথানলে চালিত।

দেশের রাস্তায় যানবাহন 100 শতাংশ ইথানলে দৌড়বে

এদিন এক ইভেন্টের মঞ্চ থেকে গডকড়ী পরিবেশ দূষণ কমিয়ে আনার ক্ষেত্রে বিকল্প জ্বালানির মধ্যে বৈদ্যুতিক যানবাহনের পাশাপাশি ইথানলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। যা পেট্রোল ডিজেলের প্রতি নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে আদর্শ হয়ে উঠতে পারে। কেন্দ্রীয় সড়ক, পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রী গডকড়ী ওই দিন বলেন, “সম্পূর্ণ ইথানলে চালিত নতুন যানবাহন বাজারে আনব আমরা। Bajaj, TVS ও Hero-র স্কুটার ১০০ শতাংশ ইথানলে চলবে।”

বিকল্প জ্বালানি ব্যবহারের প্রতি বদ্ধপরিকর গডকড়ী উক্ত ঘোষণা কালে বলেন, আগস্টে লঞ্চ হতে চলা Toyota Camry ভারতের প্রথম সম্পূর্ণ ইথানল চালিত গাড়ি। ২০২৫-এর মধ্যে পেট্রোলের সাথে ২০ শতাংশ ইথানালের মিশ্রণে যানবাহন চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। বিকল্প জ্বালানি ব্যবহারে জোর দেওয়ার নেপথ্যে রয়েছে পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান মূল্য।

বিগত কয়েক বছরে ভারতের জীবাশ্ম জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। গডকড়ীর ধারণা একমাত্র বিকল্প জ্বালানির ব্যবহারে বৃদ্ধি ঘটলে এই সমস্যার হাত থেকে নিস্তার মিলবে। যার মধ্যে ইথানল অন্যতম। তিনি এই প্রসঙ্গে বলেন, “আপনি যদি পেট্রোলের সাথে ইথানলের তুলনা করেন তবে এদের মিশ্রণের প্রতি লিটারে খরচ ১৫ টাকা। কারণ ১২০ টাকা লিটারের পেট্রোলের সাথে ৬০ টাকার ইথানল মেশানো হচ্ছে।”

প্রসঙ্গত, ইথানল হচ্ছে বস্তুত ইথাইল অ্যালকোহলের একটি নাম। যা খাদ্যশস্য থেকে থেকে প্রস্তুত হয়। উপদেষ্টা সংস্থা ইক্রা (ICRA)-র মতে ইথানল মিশ্রিত জ্বালানি এবং বৈদ্যুতিক যানবাহনের বৃদ্ধি ঘটলে গাড়ি থেকে সৃষ্ট দূষণের পরিমান কমিয়ে আনা যাবে, যা দেশের মোচ বায়ুদূষণের ১৫ শতাংশ।

Show Full Article
Next Story