এই সুযোগ ফসকালে সারা জীবন আক্ষেপ! 61,000 টাকা সস্তায় বাইক দিচ্ছে Benelli

নতুন বছরে নতুন মোটরসাইকেল কেনার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতে Benelli ও Keeway ব্র্যান্ডের...
SUMAN 8 Feb 2024 6:16 PM IST

নতুন বছরে নতুন মোটরসাইকেল কেনার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতে Benelli ও Keeway ব্র্যান্ডের টু-হুইলার বিক্রির দায়িত্বে থাকা আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া বাজারে তাদের তিনটি মডেলের দাম কমানোর ঘোষণা করেছে। মডেল অনুযায়ী ৬০,০০০ টাকারও বেশি সস্তা হয়েছে ব্র্যান্ডের মোটরসাইকেল। তাহলে চলুন দেখে নিই আপনি ঠিক কত টাকা সাশ্রয় করতে পারবেন।

Benelli ও Keeway-এর মোটরবাইকের দাম কমলো

মূল্য কাটছাঁট করার তালিকায় রয়েছে – Benelli Leoncino 500, Benelli 502C ও Keeway K300 N। প্রথমটির দাম ৬১,০০০ টাকা কমে বর্তমানে হয়েছে ৪.৯৯ লাখ টাকা। ৬০,০০০ টাকা সস্তা হওয়ার ফলে দ্বিতীয়টি কিনতে এখন খরচ পড়বে ৫.২৫ লাখ টাকা। এবং তৃতীয় মডেলটির দাম বর্তমানে ২৬,০০০ টাকা হয়েছে ২.২৯ লাখ টাকা। উল্লেখ্য, উপরের প্রতিটি মূল্য এক্স-শোরুম অনুযায়ী।

প্রসঙ্গত, Leoncino 500 ও Benelli 502C-এ একই ইঞ্জিন রয়েছে। সেই ৫০০ সিসি, প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৮,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৬.৮ বিএইচপি ক্ষমতা ও ৬,০০০ আরপিএম গতিতে ৪৬ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দেবে সিক্স স্পিড গিয়ারবক্স। তবে কুইকশিফ্টার অফার করা হয় না।

অন্যদিকে, Keeway K300 N শক্তিশালী ২৯২.৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছোটে। এটি থেকে ৮,৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি ও ৭,০০০ আরপিএম গতিতে ২৫ এনএম টর্ক পাওয়া যায়। গিয়ারবক্স সিক্স ইউনিটের। প্রসঙ্গত, দাম কমানোর সিদ্ধান্ত থেকে এটা স্পষ্ট যে, ভারতীয় ক্রেতারা, ওই বাইকগুলি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কোম্পানির আফটার সেলস নেটওয়ার্ক ও শোরুম থাকা সত্ত্বেও এদেশে সেভাবে বিক্রি হচ্ছে না। তাই একমাত্র যদি প্রতিযোগিতামূলক দাম রাখতে পারে, তাহলেই বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Show Full Article
Next Story