দেখতে অবিকল হার্লে ডেভিডসন! সস্তার এবার ক্রুজারের স্বাদ পূরণ করবে এই বাইক
উন্মোচিত হল Benelli Leoncino 440 ববার মোটরসাইকেল। দেখতে অনেকটাই হার্লে ডেভিডসন বাইকের মতো। এতে রয়েছে 60 ডিগ্রি ভি টুইন ইঞ্জিন।
বাজারে উন্মোচন হল অনবদ্য ববার স্টাইল বাইক Benelli Leoncino 440। চিনা সংস্থার মালিকাধীন ইতালিয়ান ব্র্যান্ড বেনিলির তরফ থেকে বাইকটি প্রকাশ করা হয়েছে। ক্রুজার বাইকের ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে এই মডেলটি। নিখুঁত স্টাইলিংয়ের পাশাপাশি এতে রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন শক্তিশালী ইঞ্জিন।
125 সিসি এবং 500 সিসির মধ্যে দূরত্ব কমানোর উদ্দেশ্যে নিয়ে এই Leoncino 440 বাইক হাজির করেছে বেনিলি। আমেরিকার ক্রুজার বাইকগুলি থেকে অনুপ্রাণিত হয়ে এই মডার্ন রেট্রো ক্রুজার বাইকটি ডিজাইন করা হয়েছে। দেখলে মনে হতে পারে হার্লে ডেভিডসন।
এতে রয়েছে একটি নতুন 60 ডিগ্রি V-Twin ইঞ্জিন। যা 25 হর্সপাওয়ার তৈরি করতে পারে। এবং, সর্বোচ্চ টর্ক পাওয়া যায় 4500 আরপিএম-এ। এই ইঞ্জিনটির সঙ্গে রয়েছে একটি 6 স্পিড গিয়ারবক্স। যা একটি বেল্ট ড্রাইভের মাধ্যমে পিছনের চাকায় শক্তি স্থানান্তর করে। এই সিস্টেম সাধারণত বড় ক্রুজার বাইকগুলিতে দেখা যায়।
বেনিলির এই ববার বাইকের সামনে রয়েছে USD ফর্ক এবং পিছনে একটি টুইন শক সাসপেনশন সেটআপ। সাসপেনশন ট্র্যাভেল সামনে এবং পিছনে যথাক্রমে : 100 মিলিমিটার এবং 125 মিলিমিটার। সিটের উচ্চতা 730 মিলিমিটার। যে সব রাইডারদের উচ্চতা কম তাদের জন্য বাইকটি আদর্শ। এটির ওজন 180 কেজি এবং আরামদায়ক যাত্রা রাইডিং দিতে সক্ষম বলে দাবি কোম্পানির। ফিচার্সের মধ্যে রয়েছে একটি বৃত্তাকার TFT স্ক্রিন, যেখানে রাইডের একাধিক তথ্য বিশ্লেষণ করা যাবে।
জানা গিয়েছে, Benelli Leoncino 440 ববার প্রথমে চিনে লঞ্চ করা হবে। তারপরে পরের বছর ইউরোপে লঞ্চ হবে বাইকটি। দুঃখের বিষয়, এটি ভারতে এখনই লঞ্চ হবে না বলে মনে করা হচ্ছে। কারণ দেশে ব্র্যান্ডটির একাধিক বাইক এখনও লঞ্চ হয়নি। তাই এক্সক্লুসিভ ববার মোটরসাইকেলটি আসার সম্ভাবনা কম।
উন্মোচিত হল Benelli Leoncino 440 ববার মোটরসাইকেল। দেখতে অনেকটাই হার্লে ডেভিডসন বাইকের মতো। এতে রয়েছে 60 ডিগ্রি ভি টুইন ইঞ্জিন।