Bike Price Hike: এই মোটরসাইকেলের দাম একধাক্কায় 25,000 টাকা বাড়ল দেশে

একদিকে যখন Harley-Davidson, Triumph এর মত বিশ্বের নামকরা টু-হুইলার নির্মাতারা ভারতে এন্ট্রি লেভেল মডেল লঞ্চ করতে ব্যস্ত...
techgup 24 July 2023 3:41 PM IST

একদিকে যখন Harley-Davidson, Triumph এর মত বিশ্বের নামকরা টু-হুইলার নির্মাতারা ভারতে এন্ট্রি লেভেল মডেল লঞ্চ করতে ব্যস্ত তখন আন্তর্জাতিক বাজারে সমাদৃত আরো এক জনপ্রিয় সংস্থা Benelli ভারতে তাদের পোর্টফোলিওতে থাকা দুটি প্রিমিয়াম বাইকের দাম বাড়িয়ে দিল রাতারাতি। এখন থেকে এই সংস্থার অতি পরিচিত অ্যাডভেঞ্চার বাইক- TRK 502 এবং TRK 502X কেনার জন্য গ্রাহকদের আরও অতিরিক্ত ২৫,০০০ টাকা খরচ করতে হবে। দাম বাড়ার ফলে বর্তমানে প্রথম মডেলটির এক্স শোরুম মূল্য ৫.৮৫ লাখ টাকা আর দ্বিতীয়টির দাম ৬.৩৫ লাখ টাকা (এক্স শোরুম)।

Benelli TRK 502 ও TRK 502X এর দাম বাড়ল

একটি বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে BS6 ভার্সনে লঞ্চ হওয়ার পর থেকে TRK 502 রেঞ্জের দাম এখনও পর্যন্ত প্রায় এক লাখ টাকা বাড়ানো হয়েছে। ৪.৮০ লাখ টাকা এক্স শোরুম খরচ করেই এই বাইকের পুরনো ভার্সনের চাবি হাতে পাওয়া যেত। প্রসঙ্গত আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া (AARI) এর মাধ্যমে এই বাইকের বিভিন্ন পার্টস ভারতে আমদানি করা হয়। এরপর হায়দ্রাবাদের কাছে অবস্থিত সংস্থার নিজস্ব কারখানায় সমস্ত যন্ত্রাংশ একত্রিত করেই তৈরি করা হয় গোটা বাইকটি।

ইঞ্জিন স্পেসিফিকেশন

Benelli TRK 502 ও TRK 502X মধ্যবর্তী সক্ষমতার ইঞ্জিন সমৃদ্ধ অ্যাডভেঞ্চার টুরিং মোটরসাইকেল। এতে চালিকাশক্তি যোগায় লিকুইড কুল্ড ৫০০ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন। ৮,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৬০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৪৬ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই ইঞ্জিনের। গিয়ারের সংখ্যা ছয়। দাম বৃদ্ধির সঙ্গে এই বাইকের স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন করা হয়নি।

পেইন্ট স্কিম

Benelli TRK 502 মডেলটি মোট চারটি রঙে উপলব্ধ- ডার্ক গ্রে, হোয়াইট, গ্রীন এবং ব্ল্যাক। অন্যদিকে TRK 502X মডেলটিও মোট চার ধরনের পেইন্ট স্কিমে কিনতে পাওয়া যায়- ডার্ক গ্রে, হোয়াইট, গ্রীন এবং ইয়োলো। এর টপ মডেলটি কেবলমাত্র হলুদ রঙে মেলে যার এক্স শোরুম মূল্য ৬.৫০ লাখ টাকা। বাইক দুটির অন্যান্য যন্ত্রাংশের মধ্যে রয়েছে লাইট যুক্ত সুইচ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, নাকেল গার্ড (হ্যান্ডগার্ড) এবং স্প্লিট সিট। 502 মডেলটি অ্যালয় হুইল এর উপর তৈরি করা হলেও এর অফ-রোড ভার্সন অর্থাৎ 502X স্পোক যুক্ত চাকা সহ এসেছে।

সাসপেনশন, ব্রেক ও প্রতিদ্বন্দ্বী

দুটি বাইকের মধ্যেই ২০ লিটারের ফুয়েল ট্যাংক, সামনের দিকে ৫০ মিমি চওড়া উল্টানো ফর্ক এবং পিছনের দিকে মনোশক সাসপেনশন রয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের দিকে ৩২০ মিমি ডিস্ক ও পিছনে ২৬০ মিমি ডিস্ক উপলব্ধ। সঙ্গে সেফটি ফিচার হিসাবে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস। এদেশের বাজারে Benelli TRK 502 ও TRK 502X কে সমানে সমানে টক্কর দেওয়ার জন্য বেশ কিছু বাছাই অ্যাডভেঞ্চার বাইক উপলব্ধ রয়েছে। এদের মধ্যে সেরা কয়েকটি মডেল হল- Moto Morini X-Cape, Kawasaki Versys 650 এবং Honda CB500X।

Show Full Article
Next Story