বাজারে এবার শেষ কথা বলবে এই বাইক! বছরের শেষে বড় চমক নিয়ে হাজির বেনেলি
904 সিসি ইঞ্জিনের শক্তিশালী অ্যাডভেঞ্চার বাইক আনছে বেনিলি। এটি শীঘ্রই লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। এদিন মোটরসাইকেলটি উন্মোচন করেছে কোম্পানি।
নতুন অ্যাডভেঞ্চার বাইক TRK 902 Xplorer উপর থেকে পর্দা সরাল Benelli। দাবি করা হচ্ছে, এটি কোম্পানির তৈরি সবথেকে রাগেড বা শক্তিশালী দেখতে মোটরসাইকেল। অ্যাডভেঞ্চার বাইক মার্কেটে বহু কোম্পানি একাধিক মডেল হাজির করেছে। তবে এটি আলাদা ছাপ ফেলতে পারে বলে মনে করছে বেনিলি।
KTM 890 Adventure, Husqvarna Norden 901, BMW F900GS, এবং Suzuki V-Strom 800 DE এর মতো একাধিক জনপ্রিয় বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবে এই মোটরসাইকেল। কোম্পানির বেশিরভাগ বাইক চিনে উৎপাদন করা হলেও, বেনিলি দাবি করেছে, এটি সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে নিজের দেশ ইতালিতে।
Benelli TRK 902 Xplorer বাইকের স্পেসিফিকেশন
স্টিলের ট্রেলিস ফ্রেম দিয়ে বানানো বাইকের পাটাতন। সামনে 19 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চি চাকার সাইজ। অফ-রোডিংয়ের ক্ষেত্রে তুখোড় পারফরম্যান্স দিতে সক্ষম বাইকটি। এতে দেওয়া হয়েছে 904 সিসি টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন, যা থেকে 99 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স।
ফিচার্সের ক্ষেত্রে সামনে রয়েছে 50 মিলিমিটার আপসাইড ডাইন ফ্রন্ট সাসপেনশন এবং রিয়ার অ্যাডজাস্টেবেল মনোশক। দু’প্রান্তেই রয়েছে 200 মিলিমিটার সাসপেনশন ট্রাভেল। এই বাইকে যে টায়ার পাওয়া যাবে তা হল, Pirelli Scorpion rally টায়ার। সঙ্গে মজুত TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশন সাপোর্ট।
আগামী বছর (পড়ুন 2025 সাল) বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে Benelli TRK 902 Xplorer অ্যাডভেঞ্চার বাইক। তবে এটি ভারতে আসবে কিনা তা এখনও স্পষ্ট করেনি কোম্পানি।
904 সিসি ইঞ্জিনের শক্তিশালী অ্যাডভেঞ্চার বাইক আনছে বেনিলি। এটি শীঘ্রই লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। এদিন মোটরসাইকেলটি উন্মোচন করেছে কোম্পানি।