আসছে বেনলিংয়ের নতুন আইকন হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার

Benling-এর Icon মডেলটি এতদিন স্বল্প গতির (২৫ কিমি/ঘন্টা) বৈদ্যুতিন স্কুটার হিসেবেই পরিচিত ছিল। তবে এর একটি শক্তিশালী হাই-স্পিড ভ্যারিয়েন্টের ওপর এবার Benling পুরোদমে কাজ করছে।…

Benling-এর Icon মডেলটি এতদিন স্বল্প গতির (২৫ কিমি/ঘন্টা) বৈদ্যুতিন স্কুটার হিসেবেই পরিচিত ছিল। তবে এর একটি শক্তিশালী হাই-স্পিড ভ্যারিয়েন্টের ওপর এবার Benling পুরোদমে কাজ করছে। ইউটিউবার বানি পুনিয়া তাঁর ইউটিউব চ্যানেলে একটি স্পাই ভিডিও আপলোড করেছেন৷ সেখানে বেনলিংয়ের নতুন আইকন হাই-স্পিড ইলেকট্রিক স্কুটারকে পাবলিক রোডে টেস্ট ড্রাইভ নিতে দেখা গেছে।

জানিয়ে রাখি, Benling Icon ভারতে দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। বেস মডেলে আছে ৬০ V/ ২০ Ah (১.২ kWh) লেড-অ্যাসিড ব্যাটারি। এটি ২.৫ A চার্জারের সাথে এসেছে৷ সম্পূর্ণ চার্জ হতে এটি সময় নেয় ৭-৮ ঘন্টা। অন্যদিকে এর টপ-ইন্ড ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ৬০ V/২২ Ah (১.৩ kWh) ব্যাটারি৷ এর সাথে ৬ A চার্জার রয়েছে। যা চার ঘন্টায় স্কুটারটিকে ফুল-চার্জ করে দেয়। দুটি ভ্যারিয়েন্টেই ০.২৫ kW মোটর দেওয়া হয়েছে৷ যা সর্বোচ্চ ২৫কিমি/ঘন্টা গতিবেগ তুলতে সক্ষম৷ এদের ড্রাইভিং রেঞ্জ ৭০-৭৫ কিমি।

রোড টেস্টিংয়ে বেনলিং আইকন ই- স্কুটারকে ৬৩ কিমি/ঘন্টা গতিবেগে ছুটতে দেখা গেছে। এতএব, এটি উল্লেখযোগ্যভাবে আরও পাওয়ারফফুল মোটরের সাথে আসতে চলেছে। এছাড়া লো-স্পিড ভ্যারিয়েন্টের সাথে এর অন্য কোনো পার্থক্য থাকার সম্ভাবনা কম।

Beneli Icon লো-স্পিড ই-স্কুটারে রয়েছে এলইডি হেডল্যাম্প, অর্ধবৃত্তাকার এলইডি ডিআরএল, এলইডি টেল ল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, পুশ স্টার্ট/স্টপ, হ্যাজার্ড ওয়ার্নিং লাইট, এবং মোবাইল চার্জিং পয়েন্ট। Icon-এর হাইস্পিড ভ্যারিয়েন্টে এছাড়াও বেশ কিছু অতিরিক্ত ফিচার যোগ করা হতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন