Ather Rizta থেকে Bajaj Chetak, বছরের সেরা 3 ইলেকট্রিক স্কুটার আপনার জন্য

টিভিএস আইকিউব এসটি ভ্যারিয়েন্ট 3.2kWh এবং 5.5kWh ব্যাটারি মডেল সহ উপলব্ধ। এর পাশাপাশি, কোম্পানি 2.2kWh ব্যাটারি সহ একটি সাশ্রয়ী মূল্যের ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে।

Suman Patra 26 Dec 2024 10:40 AM IST

ভারতীয় ক্রেতাদের মধ্যে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা ক্রমাগত বাড়ছে। আসলে ইলেকট্রিক স্কুটার পেট্রোলের চেয়ে সাশ্রয়ী বলে মনে করা হয়। এর পাশাপাশি এটি পরিবেশবান্ধব। প্রতি বছরের মতো এই বছরও অনেক অটো কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। তবে তার মধ্যে 2024 সালে লঞ্চ হওয়া 3 টি দুর্দান্ত বৈদ্যুতিক স্কুটার সম্পর্কে এই প্রতিবেদনে জানানো হল।

Ather Rizta

Ather Energy 2024 সালে ভারতীয় বাজারে তাদের বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক স্কুটার রিজটা লঞ্চ করেছে। ভারতীয় ক্রেতারা মোট দুটি ভ্যারিয়েন্টে এটি কিনতে পারবেন। রিজটা ইলেকট্রিক স্কুটারে 7 ইঞ্চি টিএফটি স্ক্রিন আছে যা নোটিফিকেশন অ্যালার্ট, লাইভ লোকেশন শেয়ারিং এবং গুগল ম্যাপ দেখা যাবে। স্কুটারটি একটি 2.9kWh এবং অন্যটি 3.7kWh ব্যাটারি সহ এসেছে, যা যথাক্রমে 123 কিমি এবং 160 কিমি রেঞ্জ দেবে বলে সংস্থাটি দাবি করেছে।

Bajaj Chetak

বাজাজ সম্প্রতি তাদের জনপ্রিয় স্কুটার Chetak 35 সিরিজ বাজারে এনেছে। আপডেটেড বাজাজ চেতক সামান্য ডিজাইন পরিবর্তন সহ একটি নতুন রঙে পাওয়া যাবে। আর ক্রেতারা এই স্কুটারে টিএফটি স্ক্রিনও পাবেন, যা স্মার্টফোন কানেক্টিভিটি, মিউজিক কন্ট্রোল এবং নেভিগেশন সাপোর্ট করবে। বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার ফুল চার্জে 153 কিমি পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেবে।

TVS iQube

টিভিএস আইকিউব বরাবরই ভারতীয় ক্রেতাদের জন্য একটি জনপ্রিয় স্কুটার। দীর্ঘ প্রতীক্ষার পর 2024 সালের গোড়ার দিকে টিভিএস আইকিউবের এসটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল সংস্থা। টিভিএস আইকিউব এসটি ভ্যারিয়েন্ট 3.2kWh এবং 5.5kWh ব্যাটারি মডেল সহ উপলব্ধ। এর পাশাপাশি, কোম্পানি 2.2kWh ব্যাটারি সহ একটি সাশ্রয়ী মূল্যের ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে।

Show Full Article
Next Story