Motorcycle: সবচেয়ে সস্তায় স্পোর্টস বাইক, Hero থেকে KTM দেখুন বিকল্প

Hero Karizma XMR বাইকের এক্স শোরুম দাম 1.79 লক্ষ টাকা। এই বাইকে আছে 210 সিসি লিকুইড কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।

Suman Patra 21 Dec 2024 3:11 PM IST

আপনি যদি কম দামে নতুন স্পোর্টস বাইক কিনতে চান তবে এই খবর আপনার জন্য। আসলে এখানে আমরা সবচেয়ে কম দামে উপলব্ধ কয়েকটি স্পোর্টস বাইকের নাম বলবো। ভারতের বাজারে এমন অনেক স্পোর্টস বাইক রয়েছে যেগুলোর দাম 2 লাখ টাকারও কম। এই বাইকগুলি স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত ফিচার অফার করে। আসুন সেরা চারটি স্পোর্টস মোটরসাইকেল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Hero Karizma XMR

আপনি যদি বাজেট সেগমেন্টে নতুন স্পোর্টস বাইক কিনতে চান তবে হিরো কারিজমা এক্সএমআর একটি দুর্দান্ত বিকল্প। এই বাইকের এক্স শোরুম দাম 1.79 লক্ষ টাকা। এই বাইকে আছে 210 সিসি লিকুইড কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ফিচারের মধ্যে আছে স্টিল ট্রেলিস ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, গ্যাস-চার্জড মনোশক, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ফাস্ট-চার্জিং ইউএসবি পোর্ট ইত্যাদি।

Yamaha R15 V4

ইয়ামাহা R15 V4 একটি দুর্দান্ত স্পোর্টস বাইক। এই বাইকের দাম 1.82 লক্ষ টাকা থেকে 1.87 লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম)। এই বাইকে 155 সিসি লিকুইড কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। ফিচারের কথা বললে এই ইয়ামাহা বাইকে ইউএসডি ফ্রন্ট ফর্কস, ডুয়াল-চ্যানেল এবিএস ছাড়াও রিয়ার মনোশক, 282 মিমি ফ্রন্ট ডিস্ক এবং 220 মিমি রিয়ার ডিস্ক রয়েছে।

Bajaj Pulsar RS 200

বাজাজ পালসার আরএস 200 একটি আকর্ষণীয় ফুল-ফেয়ারড স্পোর্টস বাইক। ভারতের বাজারে বাজাজ পালসার আরএস 200 এর এক্স-শোরুম মূল্য 1.74 লক্ষ টাকা। এই বাইক 200 সিসি লিকুইড কুলড ইঞ্জিন দ্বারা চালিত। একই সঙ্গে পাওয়া যাবে ডুয়াল চ্যানেল এবিএস, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্টেশন এবং এলইডি লাইটের মতো ফিচার।

KTM RC 125

আপনি যদি বাজেট সেগমেন্টে নতুন স্পোর্টস বাইক কিনতে চান তবে কেটিএম আরসি 125 দুর্দান্ত বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে। ভারতের বাজারে এই বাইকটির এক্স-শোরুম মূল্য 1.91 লক্ষ টাকা। এই বাইকে আছে 124.7 সিসি লিকুইড কুলড ইঞ্জিন। এতে শক্তিশালী ব্রেকিং সিস্টেম ছাড়াও লাইটওয়েট ট্রেলিস ফ্রেম, ডুয়াল চ্যানেল এবিএস, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং অ্যাডজাস্টেবল হ্যান্ডেলবারের মতো ফিচার রয়েছে।

Show Full Article
Next Story