অফিস যাত্রা হোক অথবা ঘুরতে যাওয়া, কম দাম ও সেরা মাইলেজের জন্য ক্রেতারা চাইছে এই বাইক

হোন্ডার তিনটি বাইক এই মুহূর্তে নিত্য যাতায়াতের জন্য সেরা বিকল্প - Shine 125, Unicorn এবং SP125। চলুন এই তিনটি মডেলের মাইলেজ ও দামের বিষয়ে জেনে নেওয়া যাক।

Suvrodeep Chakraborty 24 Dec 2024 2:19 PM IST

ভালো মাইলেজ, কম দাম এবং নির্ভরযোগ্যতার নিরিখে হোন্ডার বাইকগুলির সত্যিই কোনও জবাব নেই। যে কারণে ভারতীয় রাইডারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় Shine 125, Unicorn এবং SP125 এর মতো মডেল। আদর্শ প্রতিদিন ব্যবহারের জন্য এগুলি। কম জ্বালানি খরচ করার পাশাপাশি প্রতিটি মোটরসাইকেলের মেইনটেনেন্স খরচও কম।

সেরা মাইলেজ সম্পন্ন বাইক

Honda Shine

এই বাইকের আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ডিজাইন এবং মাইলেজ। ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। বাইকটির দাম 81,100 টাকা থেকে 85,100 টাকা পর্যন্ত (এক্স-শোরুম)। এতে পাওয়া যাবে 123 সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন, যা 10.74 হর্সপাওয়ার এবং 11 এনএম টর্ক উৎপন্ন করে। বাইকের মাইলেজ 55-60 কিমি প্রতি লিটার।

Honda Unicorn

প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি নিত্য ব্যবহারে ভালো সার্ভিস দিতে সক্ষম এই বাইক। যাঁরা এই ধরনের মোটরসাইকেল চান, তাঁদের জন্য হোন্ডা ইউনিকর্ন একটি চমৎকার বিকল্প। এটির দাম 1.10 লক্ষ টাকা (এক্স-শোরুম)। মডেলটিতে রয়েছে 162.71 সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন। ইউনিকর্ন সর্বোচ্চ 12.91 হর্সপাওয়ার শক্তি এবং 14.58 এনএম টর্ক জেনারেট করতে পারে। মাইলেজ 50 কিমি প্রতি লিটার।

Honda SP 125

স্টাইলিশ ডিজাইন এবং উন্নত প্রযুক্তি রয়েছে এই বাইকে। হোন্ডা এসপি 125 মডেলের দাম 87,410 টাকা থেকে 91,960 টাকা (এক্স-শোরুম)। এটিতে পাবেন 123.94 সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন, যা 10.87 হর্সপাওয়ার শক্তি এবং 10.9 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। হোন্ডা SP 125 এর মাইলেজ 50-60 কিমি প্রতি লিটার।

Show Full Article
Next Story