Best Bikes: শীত-গ্রীষ্ম-বর্ষা প্রতিদিন চালানোর জন্য আদর্শ 5 বাইক, দাম মাত্র 60,000 টাকা থেকে শুরু
প্রতিমাসে ভারতে বিক্রি হওয়া মোটরসাইকেলগুলির মধ্যে সিংহভাগ হল কমিউটার। শীত-গ্রীষ্ম-বর্ষা প্রতিদিন চালানোর জন্য এই জাতীয়...প্রতিমাসে ভারতে বিক্রি হওয়া মোটরসাইকেলগুলির মধ্যে সিংহভাগ হল কমিউটার। শীত-গ্রীষ্ম-বর্ষা প্রতিদিন চালানোর জন্য এই জাতীয় বাইকের এক কথায় জুড়ি মেলা ভার। স্বল্প রক্ষণাবেক্ষণ খরচ, কম জ্বালানির ব্যবহার এবং মজবুত ডিজাইন - এই কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে কমিউটার জগতের বাইক। সাধারণ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে মিলবে এমন সেরা ৫টি ব্যবহারিক সুবিধা প্রদানকারী কমিউটার বাইকের সন্ধান রইল আজকের প্রতিবেদনে।
ভারতের সেরা 5 বাজেট ফ্রেন্ডলি কমিউটার বাইক:
Hero Splendor Plus
প্রায় বছর ৩০ আগে লঞ্চ করা Hero Splendor যেন কমিউটার বাইকের জগতে নিজের এক মানদন্ড প্রতিষ্ঠা করে ফেলেছে। আজকের দিনে দাঁড়িয়েও ভারতের বাজারে নামিদামি সব বাইক ও স্কুটারের দাপাদাপির মধ্যেও "বেস্ট সেলারের" তকমা রয়েছে হিরোর এই বাইকের মুকুটেই। স্প্লেন্ডার সিরিজের বিভিন্ন মডেলের মধ্যে অন্যতম জনপ্রিয় Splendor Plus। এতে ৯৭.২ সিসির এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন বর্তমান। সর্বোচ্চ ৭.৯১ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করে এই ইঞ্জিন। মাইলেজ লিটার প্রতি ৮০ কিমি। দাম ৭৫,১৪১ টাকা থেকে শুরু করে ৭৭,৯৮৬ টাকা পর্যন্ত গিয়েছে (এক্স শোরুম)।
Honda SP 125
৮৬,০১৭ টাকা থেকে ৯০,০১৭ টাকার (এক্স শোরুম) মধ্যেই আপনি বাড়িতে আনতে পারেন ব্যবহারিক সুবিধা এবং স্বল্প রক্ষণাবেক্ষণ খরচ সমৃদ্ধ বাইক Honda SP 125। ডিজাইন প্রতিদিনের ব্যবহারের কথা ভেবেই করা হয়েছে। সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি হেডল্যাম্প বাইকটিকে খানিকটা প্রিমিয়াম অনুভুতি প্রদান করে। এতে ব্যবহৃত হয়েছে ১২৩.৯৪ সিসির ইঞ্জিন। সঙ্গে যোগ্য সঙ্গত করছে ফাইভ স্পিড গিয়ার বক্স। ইঞ্জিনের থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্কের পরিমাণ যথাক্রমে ১০.৭২ বিএইচপি এবং ১০.৭ এনএম।
Hero HF Deluxe
ভারতের কমিউটার বাইকের বাজারে মুকুটহীন রাজা কিন্তু হিরো মটোকর্প। এই দেশীয় সংস্থার তৈরি HF Deluxe যে কেবলমাত্র দেশের গণ্ডিতেই জনপ্রিয়তা অর্জন করেছে তা নয়, এর সুনাম ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। বাইকটিতে থাকা i3S প্রযুক্তি অন্তত ৯ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয়ে সাহায্য করে। সাথে রয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের মতো অতি প্রয়োজনীয় একটি ফিচার। একে চালিকাশক্তি সরবরাহ করে ৯৭.২ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন। ফোর স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিন সর্বোচ্চ ৭.৯১ বিএইচপি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। বাইকটির দাম ৬০,০০০ টাকা থেকে শুরু করে ৬৮,৭৬৮ টাকা পর্যন্ত গিয়েছে (এক্স শোরুম)।
Honda Shine 125
সাম্প্রতিক ট্রেন্ডের দিকে নজর দিলে দেখা যাবে ১২৫ সিসির বাইকগুলির চাহিদা আজকালকার দিনে অনেকটাই বেশি। ১০০ কিংবা ১১০ সিসির পরিবর্তে ক্রেতারা ১২৫ সিসির বাইককেই বেশি প্রাধান্য দিচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে হোন্ডা বেশ কয়েক বছর আগেই লঞ্চ করেছে Shine 125। মাত্র ৭৯,৮০০ টাকা (এক্স শোরুম) খরচ করেই মিলবে এই বাইকের চাবি। টপ সংস্করণের এক্স শোরুম মূল্য ৮৩,৮০০ টাকা। স্টাইলিশ ডিজাইনের Shine 125 কে এগিয়ে চলার সমস্ত শক্তি সরবরাহ করে ১০.৫৯ বিএইচপি এবং ১১ এনএম টর্ক উৎপাদনকারী ১২৩.৯৪ সিসির ইঞ্জিন।
Hero Glamour
Honda Shine 125 কিংবা SP 125-এর অন্যতম প্রধান প্রতিপক্ষ হল Hero Glamour। সময়ের সঙ্গে তাল মিলিয়ে হিরোর এই জনপ্রিয় বাইকটিতেও হয়েছে নানা পরিবর্তন। সাধারণ কিন্তু ব্যবহার উপযোগী ডিজাইন সমৃদ্ধ এই বাইক প্রতিদিনের যাতায়াতের উপযুক্ত। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জার, ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সমস্ত বৈশিষ্ট্যের জোরে কমিউটার সেগমেন্টের বাজারে নিজের কর্তৃত্ব স্থাপন করতে পেরেছে Hero Glamour। একে চালিকাশক্তি প্রদান করে ১২৪.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে জেনারেট হওয়া পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১০.৩৯ বিএইচপি এবং ১০.৪ এনএম। মাত্র ৬.৭ সেকেন্ডের মধ্যেই ০-৬০কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করার ক্ষমতা রয়েছে এর। বাইকটির দাম ৮০,৯০৮ টাকা থেকে ৮৬,৩৪৮ টাকার (এক্স শোরুম) মধ্যে।