১০ লাখের মধ্যে বাজারের সেরা ৫ গাড়ি
স্টাইলিশ লুক, আরামদায়ক সিট, পর্যাপ্ত স্টোরেজ এবং ৫ স্টার নিরাপত্তা রেটিং থাকায় এই গাড়িগুলি অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। দাম ১০ লাখ টাকার কম।
বাজেট-ফ্রেন্ডলি দামে চার চাকার বাজারে একাধিক অপশন রয়েছে। মারুতি, টাটা, হুন্ডাই ছাড়াও হোন্ডা ও স্কোডার গাড়িও রয়েছে তালিকায়। ভালো নিরাপত্তা, আরামদায়ক সিট, পর্যাপ্ত স্টোরেজ এবং সর্বোপরি দক্ষ মাইলেজ মিলবে গাড়িগুলিতে। ১০ লাখ টাকার কমে এই গাড়িগুলি দুর্দান্ত চয়েস হতে পারে গ্রাহকদের জন্য।
Maruti Suzuki Dzire
সম্প্রতি গাড়ির নতুন মডেল লঞ্চ হয়েছে দেশে। আপডেটেড Maruti Suzuki Dzire- এ পাবেন ইলেকট্রিক সানরুফ, LED DRL এবং ৬টি এয়ারব্যাগ। এই গাড়িটি গ্লোবাল এনক্যাপাপরীক্ষায় ৫ স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে। ৬.৭৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু গাড়ির দাম। টপ মডেলের দাম ১০.১৪ লাখ টাকা (এক্স-শোরুম)।
Honda Amaze
সদ্য বাজারে এসেছে নতুন Honda Amaze। এটি একটি দুর্দান্ত কম্প্যাক্ট সেডান। এটি ভারতের সবথেকে সস্তা অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS) যুক্ত গাড়ি। দাম শুরু ৮ লক্ষ টাকা থেকে। LED লাইটিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ADAS, ৬টি এয়ারব্যাগের মতো বৈশিষ্ট্য রয়েছে চার চাকায়।
Mahindra XUV 3XO
এটি ভারতের সবথেকে সস্তা কম্প্যাক্ট SUV। গাড়ির দাম শুরু ৭.৭৯ লাখ টাকা থেকে। টপ মডেলের দাম ১৫.৪৯ লাখ টাকা। এই গাড়িতে প্যানারমিক সানরুফ, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ৭ স্পিকার হার্মান কার্ডন অডিয়ো সিস্টেম, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক এবং ৫ স্টার নিরাপত্তা রেটিং পাওয়া যাবে।
Skoda Kylac
সম্প্রতি ভারতে কোম্পানির প্রথম কম্প্যাক্ট SUV গাড়ি Kylac লঞ্চ হয়েছে। দাম ৭.৮৯ লক্ষ টাকা। মডার্ন ডিজাইনের পাশাপাশি রয়েছে গুচ্ছের স্মার্ট ফিচার্স। এর মধ্যে উল্লেখযোগ্য ৬ ওয়ে ইলেকট্রিক ফ্রন্ট সিট এবং ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে।
Kia Sonet
এই তালিকায় আরও একটি দুরন্ত গাড়ি বা SUV কিয়া সনেট। এই মডেলে রয়েছে লেভেল ১ ADAS, ৬টি এয়ারব্যাগ, ৭ স্পিকার Bose সাউন্ড সিস্টেম এবং প্রত্যেক চাকায় ডিস্ক ব্রেক। বাজারে এই গাড়ির দাম ৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
স্টাইলিশ লুক, আরামদায়ক সিট, পর্যাপ্ত স্টোরেজ এবং ৫ স্টার নিরাপত্তা রেটিং থাকায় এই গাড়িগুলি অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। দাম ১০ লাখ টাকার কম।