একবার তেল ভরলে নন-স্টপ চলবে, পুজোয় ঘুরে বেড়াতে ভরসা রাখুন এই বাইকগুলিতে

বর্তমানে পেট্রলের যা দাম তাতে ভাল মাইলেজ না পাওয়া গেলে পকেটের উপর চাপ বাড়াই স্বাভাবিক। সামনে পুজোয় অনেকেই মোটরসাইকেলে চেপে ঘুরে বেড়ানোর প্ল্যান করছেন। আবার…

Best Low Budget High Mileage Bikes To Purchase In This Festive Season

বর্তমানে পেট্রলের যা দাম তাতে ভাল মাইলেজ না পাওয়া গেলে পকেটের উপর চাপ বাড়াই স্বাভাবিক। সামনে পুজোয় অনেকেই মোটরসাইকেলে চেপে ঘুরে বেড়ানোর প্ল্যান করছেন। আবার কেউ নতুন বাইক কিনবেন বলে মনস্থির করে ফেলেছেন। কিন্তু বারবার যদি পেট্রল পাম্পে ছুটতে হয়, তাহলে কিন্তু ঘোরার আনন্দটাই মাটি। তাই এই প্রতিবেদনে কম বাজেটে হাই-মাইলেজের তিন সেরা বাইকের হদিশ রইল।

কম দামে সেরা মাইলেজের বাইক

Hero Splendor Plus

প্রায় তিন দশক আগে ভারতের রাস্তায় যাত্রা শুরু করলেও আজও বিপুল জনপ্রিয় হিরো স্প্লেন্ডার। বছরের পর বছর ধরে ভারতের সর্বাধিক বিক্রিত টু-হুইলার তথা মোটরবাইকের খেতাব নিজের দখলে রেখেছে হিরোর এই মডেল। সবচেয়ে সস্তা মডেল স্প্লেন্ডার প্লাস ৯৭.২ সিসি ইঞ্জিন সহযোগে এসেছে। লিটারে প্রায় ৬০-৭০ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় এতে। এখন কলকাতায় কিনতে খরচ হবে ৭৬,০৬৬ টাকা (এক্স-শোরুম)।

Bajaj Platina 100

বাজারে আসার পর থেকেই অবিশ্বাস্য মাইলেজ দেওয়ার জন্য নিজের জন্য আলাদা সুনাম তৈরি করে ফেলেছে বাজাজ কোম্পানির তৈরি প্ল্যাটিনা। এই কমিউটার বাইকের ১০০ সিসি সংস্করণে (১০২ সিসি ক্যাপাসিটি) তেল ভরলে সহজে শেষ হয় না। লিটার পিছু প্রায় ৭০ কিমি মাইলেজ পাওয়া যায়। শুধু ড্রাম ব্রেক ভার্সনে উপলব্ধ এটি। কলকাতায় দাম ৬৯,৬৩২ টাকা (এক্স-শোরুম)।

Honda Shine 125

মাখনের মতো স্মুথ ইঞ্জিন হোন্ডা সাইন ১২৫-এর সবচেয়ে বড় ইউএসপি। ফলে বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত ১২৫ সিসির মোটরসাইকেল এটি। সাইনের ১২৩.৯০ সিসি ইঞ্জিন থেকে ১০.৫৯ হর্সপাওয়ার এবং ১১ এনএম টর্ক পাওয়া যায়। প্রতি লিটার পেট্রলে ৬০ কিলোমিটারের কাছাকাছি মাইলেজ মেলে। এই শহরে এখন কিনতে খরচ হবে ৮০,২৫০ টাকা (এক্স-শোরুম)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন