Motorcycle: ভারতের সবচেয়ে সস্তা বাইক, কম দামে দুর্দান্ত মাইলেজের গ্যারান্টি
বাজাজ পালসার 125 বাজারের অন্যতম জনপ্রিয় বাইক। মোটরসাইকেলটি প্রতি লিটারে 50 কিমি মাইলেজ দেবে বলে দাবি করা হয়। Bajaj Pulsar 125 বাইকে রয়েছে 4-স্ট্রোক, 2-ভালভ, টুইন স্পার্ক বিএস-6 ডিটিএস-আই ইঞ্জিন, যা 8500 আরপিএমে 8.68 কিলোওয়াট পাওয়ার এবং 6500 আরপিএমে 10.8 এনএম টর্ক উৎপন্ন করে।
ভারতের বাজারে একাধিক বাইক পাওয়া যায়। এইসব মোটরসাইকেলের দাম বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জের মধ্যে থাকে। এরমধ্যে অনেক মডেল রয়েছে যেগুলির দাম অনেক কম কিন্তু ভালো মাইলেজ দেয়। মানুষের দৈনন্দিন ব্যবহারের কাজে এই বাইকগুলি উপযুক্ত। কম দামে এবং ভালো মাইলেজ পাওয়া যায় এমন মোটরসাইকেলের তালিকায় হিরো থেকে শুরু করে হোন্ডার একাধিক মডেল রয়েছে। এই প্রতিবেদনে আমরা কম দামে সেরা মাইলেজ দেওয়া তিনটি বাইক সম্পর্কে বলবো।
Hero Splendor
হিরো স্প্লেন্ডার দেশের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেলগুলোর মধ্যে অন্যতম। বাইকটি এয়ার-কুলড, 4-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার, ওএইচসি ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনটি 8,000 আরপিএমে 5.9 কিলোওয়াট পাওয়ার এবং 6,000 আরপিএমে 8.05 এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকে রয়েছে প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন সিস্টেম। বাইকটি প্রতি লিটারে 70 কিমি মাইলেজ দেবে বলে দাবি করা হয়েছে। হিরো স্প্লেন্ডারের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 75,441 টাকা থেকে।
Honda Shine
হোন্ডা শাইন বাইক খুব ভালো মাইলেজ দেয়। হোন্ডার এই বাইকে রয়েছে ফোর স্ট্রোক, এসআই, বিএস-6 ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে বাইকটি 7,500 আরপিএমে 7.9 কিলোওয়াট পাওয়ার উৎপন্ন করে এবং 6,000 আরপিএমে 11 এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকটি এক লিটার পেট্রোলে 55 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। হোন্ডা শাইনের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 81,251 টাকা থেকে।
Bajaj Pulsar 125
বাজাজ পালসার 125 বাজারের অন্যতম জনপ্রিয় বাইক। মোটরসাইকেলটি প্রতি লিটারে 50 কিমি মাইলেজ দেবে বলে দাবি করা হয়। এই বাইকে রয়েছে 4-স্ট্রোক, 2-ভালভ, টুইন স্পার্ক বিএস-6 ডিটিএস-আই ইঞ্জিন, যা 8500 আরপিএমে 8.68 কিলোওয়াট পাওয়ার এবং 6500 আরপিএমে 10.8 এনএম টর্ক উৎপন্ন করে। এই বাজাজ বাইকের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 89,606 টাকা থেকে।
বাজাজ পালসার 125 বাজারের অন্যতম জনপ্রিয় বাইক। মোটরসাইকেলটি প্রতি লিটারে 50 কিমি মাইলেজ দেবে বলে দাবি করা হয়। Bajaj Pulsar 125 বাইকে রয়েছে 4-স্ট্রোক, 2-ভালভ, টুইন স্পার্ক বিএস-6 ডিটিএস-আই ইঞ্জিন, যা 8500 আরপিএমে 8.68 কিলোওয়াট পাওয়ার এবং 6500 আরপিএমে 10.8 এনএম টর্ক উৎপন্ন করে।