Best Scooters Under Rs 1 Lakh

স্টুডেন্টদের জন্য পয়সা উসুল স্কুটার কী কী? ১ লাখের মধ্যে সেরা ৫ চয়েস

Best Scooters under Rs 1 Lakh - ১ লাখের নীচে সেরা ৫ স্কুটার টিভিএস এনটর্ক, ইয়ামাহা রেজেডআর, হিরো জুম, সুজুকি বার্গম্যান, হোন্ডা ডিও

Suman Patra 1 Nov 2024 5:52 PM IST

মোটরসাইকেলের তুলনায় হালকা, স্টাইলিশ ও দামেও সস্তা হয় স্কুটার। স্কুল-কলেজ যাওয়ার জন্য এরকমই বেশ কয়েকটি ভালো বিকল্প রয়েছে বাজারে। কম তেল খরচ হওয়ার পাশাপাশি চওড়া সিট এবং একগুচ্ছ বৈশিষ্ট্য পাওয়া যায় এগুলিতে। যাদের বাজেট ১ লক্ষ বা তার কম, তাদের জন্য টিভিএস, ইয়ামাহা, সুজুকি এবং হিরো’র সেরা মডেল কী কী হতে পারে জেনে নিন।

১ লাখের নীচে সেরা ৫ স্কুটার

টিভিএস এনটর্ক : দামে সস্তা ও মানে ভালো স্কুটার চাইলে নিতে পারেন টিভিএস এনটর্ক। দারুণ নামডাক রয়েছে এই স্কুটারের। দাম পড়বে ৮৬ হাজার টাকা থেকে ১.০৬ লক্ষ টাকার মধ্যে। যেমন ভ্যারিয়েন্ট নেবেন সেরকম দাম। স্টাইলিশ লুক, একাধিক ফিচার্স এবং প্রতি লিটারে ৪৮.৫০ কিমি মাইলেজ দেয় এই স্কুটার।

ইয়ামাহা রেজেডআর : ইয়ামাহার এই মডেলটিও বেশ জনপ্রিয়। শক্তপোক্ত বডি এবং আকর্ষণীয় মাইলেজ। বাজারে এটির দাম ৮৫ হাজার টাকা থেকে ৯১ হাজার টাকা। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪৯ কিমি মাইলেজ দেয়।

হিরো জুম : হিরো জুম স্কুটারেও পাবেন অসাধারণ মাইলেজ এবং দুর্দান্ত লুক। এই তালিকায় সবথেকে নতুন মডেল হিরো জুম। দাম রয়েছে ৭৯ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার মধ্যে। লিটার পিছু ৫৩.৪ কিমি মাইলেজ পেয়ে যাবেন এই দু চাকায়।

সুজুকি বার্গম্যান : লং ট্রিপের জন্য অত্যন্ত নির্ভরশীল এবং মজবুত স্কুটার সুজুকি বার্গম্যান। এটির দাম ৯৪ হাজার টাকা থেকে ৯৮ হাজার টাকা। ১২৪ সিসি ইঞ্জিনের সুজুকি বার্গম্যান প্রতি লিটার জ্বালানিতে ৫৮ কিমি মাইলেজ পাওয়া যাবে।

হোন্ডা ডিও : হোন্ডার অন্যতম সেরা একটি স্কুটার ডিও। ১২৩ সিসি ইঞ্জিন রয়েছে এতে। প্রতি লিটারে পাবেন ৪৮ কিমি মাইলেজ। জাপানি কোম্পানি হোন্ডার এই স্কুটারের দাম ৮৪ হাজার টাকা থেকে ৯১ হাজার টাকার মধ্যে।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লেখিত সমস্ত দাম এক্স-শোরুম।

Show Full Article
Next Story