Apache, Ntorq এর হাত ধরে জাপানি দৈত্যকে টেক্কা, Honda-কে টপকে দ্বিতীয় স্থানে TVS
২০২৩ এর মার্চ ভারতের অটোমোবাইল শিল্পে ব্যাপক জোয়ার এনেছে। বেচাকেনা বৃদ্ধির ফলে ছোট বড় প্রায় সকল সংস্থার মুখেই চওড়া...২০২৩ এর মার্চ ভারতের অটোমোবাইল শিল্পে ব্যাপক জোয়ার এনেছে। বেচাকেনা বৃদ্ধির ফলে ছোট বড় প্রায় সকল সংস্থার মুখেই চওড়া হাসি ফুটতে দেখা গিয়েছে। টু-হুইলারের বাজারের চিত্রটিও এক। আগের বছরের তুলনায় প্রায় সকল সংস্থাই বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে। যার মধ্যে কয়েকটি কোম্পানি আশাতীত উন্নতি করেছে। এই প্রতিবেদনে গত মাসে ভারতের বাজারে সর্বাধিক টু-হুইলার বিক্রয়কারী ছয়টি ব্র্যান্ডের সম্পর্কে আলোকপাত করা হল।
Hero MotoCorp
গেল মাসেও বরাবরের মতো হিরো মোটোকর্প নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। সংস্থাটি মোট ৫,০২,৭৩০ নতুন ক্রেতার হাতে টু-হুইলারের চাবি তুলে দিতে পেরেছে। তুলনাস্বরূপ গত বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ৪,১৫,৭৬৪ ইউনিট থাকায় এবারে বিক্রিতে ২০.৯ শতাংশ অগ্রগতি দেখেছে হিরো। আবার এ বছর ফেব্রুয়ারির তুলনায় বিক্রি ৩১.৫% (৩,৮২,৩১৭ ইউনিট) বৃদ্ধি পেয়েছে।
TVS Motor Company
বরাবর তালিকার তৃতীয় স্থানে থাকা টিভিএস মার্চ ২০২৩-এ বাইক ও স্কুটার বিক্রির বাড়বাড়ন্তের ফলে Honda-কে পেছনে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। গেল মাসে সংস্থাটি মোট ২,৪০,৭৮০ নতুন গ্রাহকের হদিশ পেয়েছে। যেখানে আগের বছর ফেব্রুয়ারিতে বেচাকেনার পরিমাণ ছিল ১,৯৬,৫৯৬ ইউনিট। ফলে বিক্রিতে ২২.৪ শতাংশ উত্থান লক্ষ্য করা গেছে। আবার ফেব্রুয়ারিতে ২,২১,৪০২ সংখ্যক টু-হুইলার বিক্রি হওয়ার ফলে মার্চে বেচাকেনা বেড়ে দাঁড়িয়েছে ৮.৭ শতাংশ।
Honda Motorcycle & Scooter India
এতদিন দেশের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থা হিসেবে পরিচিত হলেও এবার তিন নম্বরে নেমে এসেছে হোন্ডা। আগের বছর মার্চে জাপানি সংস্থাটি যেখানে ৩,০৯,৫৪৯টি ইউনিট বাইক ও স্কুটার বিক্রি করেছিল সে জায়গায় গত মাসে বেচাকেনা কমে ১,৯৭,৫১২ ইউনিট হয়েছে। ফলে বিক্রিবাটায় পতন ঘটেছে ৩৬%। আবার ফেব্রুয়ারির (২,২৭,০৬৪ ইউনিট) চাইতেও মার্চে ১৩% বিক্রি কমতে দেখা গেছে। তবে Activa H-Smart ও Shine 100 লঞ্চের ফলে আগামীতে বিক্রি বাড়বে বলে আশা করছে হোন্ডা।
Bajaj Auto
বাজাজ গত মাসে ১,৫২,২৮৭ ইউনিট মোটরবাইক ও স্কুটার বিক্রি করার ফলে তালিকার চতুর্থ স্থান দখল করেছে। আগের বছরের ফেব্রুয়ারির (১,০৭,০৮১ ইউনিট) চাইতে বিক্রি ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে Pulsar নির্মাতার রপ্তানিতে পতনের ধারা অব্যাহত। আবার ২০২৩-এর ফেব্রুয়ারির (১,২০,৩৩৫ ইউনিট) তুলনায় বিক্রিবাটা ২৬.৫% বাড়ার সাক্ষী থেকেছে বাজাজ।
Suzuki Motorcycle India
সুজুকি মোটরসাইকেল আগের মাসে নিজেদের টু-হুইলারের বেচাকেনা অনেকটাই বাড়িয়েছে। এ বছরের মার্চে তাদের ৭৩,০৬৯ ইউনিট টু-হুইলার বিক্রি হওয়ার ফলে, রয়্যাল এনফিল্ডকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে জাপানি সংস্থাটি। আগের বছর ওই সময়ে যেখানে তাদের বেচাকেনার পরিমাণ ছিল ৫০,৭৩৪ ইউনিট। ফলে এবারে বিক্রিবাটায় ৪৪% অগ্রগতি নজরে পড়েছে। আবার এবছর ফেব্রুয়ারিতে ৫২,৪৫৫টি মডেল বিক্রি হওয়ায় মার্চে বেচাকেনা বেড়েছে ৩৯.২ শতাংশ।
Royal Enfield
তালিকার সর্বশেষ স্থানে রয়েছে রেট্রো বাইকে অন্যতম জনপ্রিয় সংস্থা রয়্যাল এনফিল্ড। আগের মাসে সংস্থাটি মোট ৫৯,৮৮৪ ক্রেতার হাতে নিজেদের টু-হুইলারের চাবি তুলে দিতে পেরেছে। যেখানে এক বছর আগে বিক্রিবাটা হয়েছিল ৫৮,৪৪৭। ফলে এবারের বেচাকেনায় ২.৪% উত্থান ঘটেছে। তবে এ বছর ফেব্রুয়ারির (৬৪,৪৩৬টি) তুলনায় মার্চে বিক্রিতে ৭% পতন ঘটতে দেখা গেছে।