BLive এই প্রথম কলকাতায় শোরুম খুলল, এক দোকানেই অসংখ্য সংস্থার ইলেকট্রিক স্কুটার ও বাইক মিলবে
একাধিক ব্র্যান্ডের সমাহারে তৈরি ইলেকট্রিক ভেহিকেল স্টোর প্রতিষ্ঠান BLive কলকাতায় তাদের প্রথম তাদের শোরুম উদ্বোধন করল।...একাধিক ব্র্যান্ডের সমাহারে তৈরি ইলেকট্রিক ভেহিকেল স্টোর প্রতিষ্ঠান BLive কলকাতায় তাদের প্রথম তাদের শোরুম উদ্বোধন করল। দোকানটি ফুলবাগান থানার নিকটে সিআইটি রোডে অবস্থিত। সংস্থার অন্যান্য স্টোরগুলির মত এখানেও এক ছাদের তলায় কুড়ির বেশি দেশীয় সংস্থার সংস্থার ইলেকট্রিক বাইক, স্কুটার, প্রভৃতি মিলবে। ওই শোরুমে দ্রুত সার্ভিস দেওয়ার কিয়স্ক, ব্যাটারী সোয়াপ করার ব্যবস্থা ও বৈদ্যুতিক দু'চাকা চার্জিং করার বন্দোবস্ত থাকছে। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা মিলবে।
বিলাইভ এর স্টোরে Kinetic Green, Techo Electra, Gemopai, BattRE, Detel, E-Motorad এর মতো সংস্থার ইলেকট্রিক টু-হুইলার, চার্জিং সলিউশন, এবং বিক্রয় পরবর্তী সার্ভিস প্যাকেজ উপলব্ধ হবে। বিলাইভ এর সহ প্রতিষ্ঠাতা সন্দীপ মুখার্জী বলেন, "আমরা কলকাতায় প্রথম স্টোর চালু করতে পেরে খুবই উচ্ছ্বসিত। আমাদের এই নতুন এক্সপেরিয়েন্স স্টোরটি আদতে বৈদ্যুতিক গাড়ির ব্যাপারে ব্যাপারে সচেতনতা বৃদ্ধি ও ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমাদের মূল লক্ষ্যই হলো ভারতবর্ষের বুকে সমস্ত যানবাহনের দ্রুত গতিতে বৈদ্যুতায়ন ঘটানো এবং দূষণহীন যানবাহন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা"।
তিনি আরো বলেন যে, "যখন পারিপার্শ্বিক জগতে বৈদ্যুতিক গাড়ির প্রসার দ্রুত গতিতে ঘটে চলেছে তখন বেশকিছু গ্রাহকদের মধ্যে পর্যাপ্ত তথ্যের অভাবের কারণে এই ধরনের যানবাহনের প্রতি অনীহা তৈরি হচ্ছে। আমাদের মূল লক্ষ্যই হলো এই ঘাটতিকে পূরণ করে জনগণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানো ও সহজেই ব্যাটারি চালিত গাড়ির দিকে আকৃষ্ট করা। ভারতবর্ষের প্রতি ঘরে ব্যাটারি চালিত গাড়ি- এই মূল মন্ত্রের দিকে প্রতিটি স্টোর খোলার সঙ্গে সঙ্গেই এক ধাপ করে এগিয়ে চলেছি আমরা"।
নতুন এই স্টোরের মাধ্যমে বৈদ্যুতিক দুই চাকার সংক্রান্ত বিক্রি পরবর্তী সার্ভিস রোডসাইড অ্যাসিস্ট্যান্ট সহজ ফিনান্সিং এর সুবিধা, সার্ভিস প্যাকেজ যন্ত্রাংশ সমস্ত কিছুই সহজে পৌঁছে যাবে আগ্রহী ক্রেতাদের কাছে। সংস্থাটির পার্টনার সানগ্রিন পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জির অধিকর্তা বিজয় কুমার পাতোদিয়া বলেন, "বিলাইভ এর সঙ্গে জোট বন্ধনের ফলে আমরা খুবই উৎসাহিত এবং এটি ইলেকট্রিক ভেইকেলের আগমনে আমাদের অংশীদারিত্ব দিতে সাহায্য করবে। এছাড়াও এই ধরনের মাল্টি ব্র্যান্ড ইভি স্টোর বহু সংখ্যক গ্রাহকদের নানা ধরনের প্রোডাক্ট ও অভিনব অভিজ্ঞতার সাক্ষী করাবে।"
উল্লেখ্য, বিলাইভ এর এই ধরনের মাল্টি ব্র্যান্ড ইভি স্টোর দক্ষিণ ও পশ্চিম ভারতে ছড়িয়ে রয়েছে। আগামীতে দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরেও ইলেকট্রিক স্কুটার ও বাইকের শোরুম চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।