মেড ইন ইন্ডিয়া BMW 530i M Sport Carbon Edition লঞ্চ হল, কিনবেন নাকি?

দেশীয় বাজারে আজ আত্মপ্রকাশ করলো বিলাসবহুল গাড়ি BMW 530i M Sport Carbon Edition। সংস্থার ভারতীয় শাখা চেন্নাইতে এই...
techgup 22 Oct 2021 10:17 AM IST

দেশীয় বাজারে আজ আত্মপ্রকাশ করলো বিলাসবহুল গাড়ি BMW 530i M Sport Carbon Edition। সংস্থার ভারতীয় শাখা চেন্নাইতে এই স্পেশাল এডিশন নির্মিত হয়েছে। আজ থেকেই BMW-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংস্থার ৫ সিরিজের এই গাড়িটি বুকিং করা যাবে। আসুন প্রিমিয়াম রেঞ্জের এই গাড়িটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

BMW 530i M Sport Carbon Edition: ফিচার ও স্পেসিফিকেশন

বিএমডব্লিউ ৫৩০আই এম স্পোর্ট কার্বন এডিশন কে একাধিক আকর্ষণীয় এক্সটিরিয়র এলিমেন্টের সাথে এনেছে সংস্থাটি। সামনের গ্রিলটি ঘন কালো কার্বন ফাইবার দিয়ে সুসজ্জিত এবং এর ফ্রন্ট অ্যাটাচমেন্ট ও স্প্লিটারগুলি গাড়িটির ডিজাইনে অন্যমাত্রা যোগ করেছে। বাইরের মিরর ক্যাপগুলিও কার্বন ফাইবার দ্বারা নির্মাণ করা হয়েছে। ১৮ ইঞ্চির জেট অ্যালয়গুলি ডার্ক থিমের সাথে এসেছে।

BMW 530i M Sport Carbon Edition: রঙ

ভারতের বাজারে গাড়িটি আলপাইন হোয়াইট, এই একটি মাত্র রঙয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে।

BMW 530i M Sport Carbon Edition‌: ইঞ্জিন

এই গাড়িতে ২ লিটারের ৪টি সিলিন্ডার যুক্ত বিএমডব্লিউ-র টুইন টাওয়ার টার্বো টেকনোলজির ইঞ্জিন রয়েছে। শক্তিশালী এই ইঞ্জিনটি গাড়িটির গতি বৃদ্ধিতে বিশেষভাবে সঙ্গত দেবে বলে জানিয়েছে সংস্থাটি। এমনকি ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২৫২ হর্সপাওয়ার শক্তি এবং সর্বাধিক ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হবে। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টায় গতিবেগ তুলতে গাড়িটির সময় লাগবে মাত্র ৬.১ সেকেন্ড।

BMW 530i M Sport Carbon Edition: দাম

বিএমডব্লিউ-র প্রিমিয়াম রেঞ্জের এই গাড়িটির দাম শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। ভারতের বাজারে এর দাম রাখা হয়েছে ৬৬.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

সংস্থার সভাপতি বিক্রম পাভা (Vikram Pawah, বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়া) এ প্রসঙ্গে বলেছেন, “BMW 5 Series-এর এই গাড়িটি ভারতের অন্যতম সফল প্রিমিয়াম কার্যনির্বাহী সেডান। কালজয়ী এই মেশিনটি আমাদের গ্রাহকদের নিজের শক্তি এবং প্রসারে বিমুগ্ধ করে রাখবে। কার্বন এডিশনের এই গাড়িটি বিএমডব্লিউ ৫ সিরিজকে নিজের সেগমেন্টে পুনরায় নতুন জায়গা করে দিল। গাড়িটির অনন্য ডার্ক-কার্বন এক্সটিরিয়র ডিজাইন চালককে দুর্দান্ত স্পোর্টি ড্রাইভিংয়ের স্বাদ দেবে। BMW 530i M Sport গাড়িটির ডাইনামিক পেট্রোল ইঞ্জিন এবং উদ্ভাবনী টেকনোলজি ফিচার এর যাত্রীদের ও চালককে আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে প্রস্তুত।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story